ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

বিনোদন

সিলেটে দর্শকদের সঙ্গে সিনেমা দেখবেন পরীমণি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, জুন ১১, ২০২৩
সিলেটে দর্শকদের সঙ্গে সিনেমা দেখবেন পরীমণি পরীমণি

সপ্তাহ দুয়েক আগে মুক্তি পেয়েছে পরীমণি অভিনীত ‘মা’ সিনেমা। নির্মাতা অরণ্য আনোয়ার পরিচালিত সিনেমাটি প্রথম ধাপে রাজধানীর দুটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছে।

এবার এক এক করে দেশের সব জেলায় সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।

সেই লক্ষ্যে শুক্রবার (০৯ জুন) গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে মুক্তি পাচ্ছে ‘মা’। সেখানে প্রতিদিন একটি (সন্ধ্যা সাড়ে ছয়টা) করে শো প্রদর্শিত হচ্ছে।  

জানা গেছে, সিনেমাটি মুক্তি উপলক্ষে এই মুহূর্তে সিলেটে অবস্থান করছেন নির্মাতা অরণ্য আনোয়ার। রোববার (১১ জুন)-এর শোয়ে যোগ দেবেন সিনেমার অভিনেত্রী পরীমণি। শুধু তাই নয়, সিলেটের দর্শকদের সঙ্গে বসে সিনেমাও দেখবেন হালের এই গ্ল্যামার কন্যা।  

ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছে গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার কর্তৃপক্ষ। সেই পোস্টটি নিজের ফেসবুকে শেয়ার করেছেন পরীমণি। সঙ্গে শুধু লেখেন, ‘আসছি...’।  

এর আগে সিলেটে ‘মা’ সিনেমার সামগ্রিক অবস্থা নিয়ে নির্মাতা অরণ্য আনোয়ার বলেন, এখানকার সংস্কৃতি অঙ্গনের সঙ্গে যুক্ত প্রায় সবার মধ্যেই সিনেমাটি নিয়ে আগ্রহ আছে। সিনেমার প্রচারের জন্য একটা টিম গঠন করা হয়েছে। তারা সেই মোতাবেক কাজ করছেন।  

এর আগে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসরে ‘মা’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। গত ২০ মে উৎসবের মার্শে দ্যু ফিল্মে প্রদর্শিত হয় সিনেমাটি।

‘মা’ সিনেমাটির গল্প মুক্তিযুদ্ধের সময়ের। মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প। এতে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন পরীমণি।

এছাড়াও আরো অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, শাহাদাত হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, জুন ১১, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।