ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

বিনোদন

সেন্সর পেলো ‘ময়ূরাক্ষী’, মুক্তি ঈদের পর 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জুন ১২, ২০২৩
সেন্সর পেলো ‘ময়ূরাক্ষী’, মুক্তি ঈদের পর 

সেন্সর ছাড়পত্র পেয়েছে নির্মাতা রাশিদ পলাশের চলচ্চিত্র ‘ময়ূরাক্ষী’। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।

তিনি জানান, শিগগিরই সিনেমাটির সেন্সর সার্টিফিকেট হাতে পাবেন।

গোলাম রাব্বানীর গল্প, চিত্রনাট্য ও সংলাপে সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইয়ামিন হক ববি ও সুদীপ বিশ্বাস দ্বীপ।

সিনেমাটি মুক্তির পরিকল্পনার বিষয়ে রাশিদ পলাশ বলেন, ঈদের পর সিনেমাটি দর্শকের কাছে নিয়ে যেতে চাই। খুব শিগগিরই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করব।

পোস্টার রিলিজের মাধ্যমেই আজ ইন্টারন্যাশনালের এই সিনেমাটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। ববি ও সুদীপ বিশ্বাস দ্বীপ ছাড়াও এতে আরো অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, দীপক সুমন, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চলসহ অনেকেই।

রয় সন্দীপের চিত্রগ্রহণে ঢাকার বিভিন্ন লোকশনে সিনেমাটির দৃশ্যধারণ হয়েছে। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব, সাউন্ডে কাজ করেছেন রিপন নাথ। গানে কণ্ঠ দিয়েছেন মুহিন খান, পুর্নতা, তরসা, জাহিদ নিরব।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জুন ১২, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।