ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

বিনোদন

সংগীতশিল্পী সারদার প্রয়াণ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
সংগীতশিল্পী সারদার প্রয়াণ

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার সারদা রাজন আয়েঙ্গার মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৬ বছর।

দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন এ গায়িকা। বুধবার (১৪ জুন) মৃত্যু হয়েছে তার।

১৯৩৭ সালে তামিল পরিবারে জন্ম হয় সারদার। রাজ কাপুরের হাত ধরে বলিউডে পা রাখেন তিনি। এ পরিচালকই তাকে সংগীত পরিচালক জুটি শঙ্কর-জয়কিশনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন।

সারদা ‘সূরজ’ সিনেমার ‘তিতলি উড়ি’ গানের জন্য রাতারাতি তারকা খ্যাতি পান। সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৬৬ সালে। এই সিনেমার মাধ্যমেই প্লেব্যাকে অভিষেক হয় তার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি সারদাকে।

সারদা যে সময়ে বলিউডে ক্যারিয়ার গড়েন সেই সময়ে লতা মঙ্গেশকর ও আশা ভোসলের মতো শিল্পীরা দাপিয়ে বেড়িয়েছেন বলিউডে। তাদের মধ্যেও নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করে নিয়েছিলেন সারদা।

‘অ্যান ইভনিং ইন প্যারিস’, ‘গুমনাম’, ‘সপনো কা সওদাগর’র মতো সিনেমায় গান করেছেন সারদা। এছাড়া মুমতাজ, শর্মিলা ঠাকুর, রেখা, হেমা মালিনীর মতো অভিনেত্রীদের জন্যও গান করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।