বরেণ্য চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম এবার সার্ক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালকের সম্মান পেয়েছেন। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে গত ১৬ থেকে ২০ মে অনুষ্ঠিত হয়েছে এবারের সার্ক চলচিত্র উৎসব।
এবারের সার্ক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় মনোনীত মোরশেদুল ইসলাম পরিচালিত ফিচার ফিল্ম ‘খেলাঘর’ ও ‘প্রিয়তমেষু’ এবং চল”িচত্র ও প্রকাশনা অধিদপ্তর প্রযোজিত প্রামাণ্যচিত্র ‘মাই মাদার টাং’ ও ‘দ্য হিস্টরিক স্পিচ অব সেভেনথ মার্চ’ প্রদর্শিত হয়।
সার্ক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ কাহিনীচিত্রের পুরস্কার পায় শ্রীলঙ্কার ছবি ‘আকাশ কুসুম’। এ ছাড়া পাকিস্তানের কাহিনীচিত্র ‘রামচন্দ্র পাকিস্তানি’ এবং ভারতের কাহিনীচিত্র ‘বিয়ারি’ যথাক্রমে রৌপ্য ও ব্রোঞ্জ পদক লাভ করে। পাকিস্তানের অস্কার বিজয়ী প্রামাণ্যচিত্র ‘সেভিং ফেস’ উৎসবে শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্রের পুরস্কার লাভ করে।
‘সার্ক চলচ্চিত্র উৎসব ২০১২’-এর জুরিবোর্ড ‘খেলাঘর’ ছবির জন্য বাংলাদেশের চল”িচত্রকার মোরশেদুল ইসলামকে উৎসবের সেরা পরিচালকের সম্মান প্রদান করে।
বাংলাদেশ সময় ১৯৪৫, মে ২২, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক