ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বিনোদন

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শিল্পী কাদেরী কিবরিয়ার নতুন গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শিল্পী কাদেরী কিবরিয়ার নতুন গান কাদেরী কিবরিয়া

সত্তরের দশক থেকে গানের জগতের সঙ্গে যুক্ত রয়েছেন কাদেরী কিবরিয়া। ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে দেশাত্মবোধক গান গেয়েছেন তিনি।

আধুনিক ও দেশাত্মবোধক গান গাইলেও তার পরিচিতি মূলত রবীন্দ্রসঙ্গীত দিয়েই।

বাবার কাছ থেকে গান শুনে শুনেই রবীন্দ্রসঙ্গীতের প্রতি ঝোঁক তৈরি হয় তার। নব্বইয়ের দশকে জনপ্রিয়তা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে চলে যান কাদেরী কিবরিয়া। প্রবাসী হলেও বাংলাদেশে তার আসা হয় প্রায়শই। আর তখন ভক্তদের উপহার দেন নতুন-নতুন গান।

তারই ধারাবাহিকতায় ঈদ আয়োজনে তিনি নিয়ে আসছেন নতুন একটি গান-ভিডিও। শিরোনাম ‘কোথায় হারালে’। শ্রোতাপ্রিয় গীতিকবি স্যামুয়েল হকের কথায় গানটির সুর করেছেন ফয়সাল আহমেদ এবং সঙ্গীতায়োজন করেছেন মেহেদী।

সম্প্রতি গানটির ভিডিও নির্মিত হয়েছে। ভিডিওতে হাজির হয়েছেন শিল্পী নিজেই। নির্বাহী পরিচালনায় তানভীর আহমেদ।

জানা গেছে, অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের মিউজিক চ্যানেলে ঈদ আয়োজনে ‘কোথায় হারালে’ অবমুক্ত হবে।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।