ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বিনোদন

বেনারসী পরে বাইক চালিয়ে কোথায় চললেন ঋত্বিকা?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, জুলাই ৭, ২০২৩
বেনারসী পরে বাইক চালিয়ে কোথায় চললেন ঋত্বিকা? ঋত্বিকা সেন

‘ধুম মাচালে’ মেজাজে রয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋত্বিকা সেন। বেনারসী পরেই কোমরে আঁচল গুজে চালাচ্ছেন বাইকে।

কিছুদিন আগেও অসুস্থ হয়ে পড়েছিলেন ঋত্বিকা। আবহাওয়ার পরিবর্তনের জেরে ইনফেকশন হয়ে গিয়েছিল তার। ছুটতে হয়েছিল ডাক্তারের কাছে। তবে এখন একেবারে চাঙ্গা অভিনেত্রী। বিষয়টি তার বাইক সফর দেখলেই বোঝা যায়।

প্রথমে সাইকেল চালাচ্ছিলেন অভিনেত্রী। তারপর হাতের ইশারায় হয়ে যায় স্থান-কাল বদল। দেখা যায়, বেনারসী শাড়ি পরে একেবারে কনে সেজে বাইক চালাচ্ছেন ঋত্বিকা।

শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেছিলেন ঋত্বিকা। ২০১২ সালে ‘১০০% লাভ’ সিনেমায় তিনি নায়িকা হিসেবে সফর শুরু করেন। তারপর ‘চ্যালেঞ্জ ২’, ‘বরবাদ’, ‘আর্শিনগর’র মতো সিনেমা অভিনয় করেছেন।

দক্ষিণী সিনেমাতেও অভিনয় করেছেন ঋত্বিকা। কিছুদিন আগে অভিনেত্রীকে দেখা গিয়েছিল ‘অভিশপ্ত’ ওয়েব সিরিজে। তাহলে কি কোনও নতুন সিনেমার জন্য অভিনেত্রীর এই বাইক সফর? 

জানা যায়, রিলের তাগিদেই রয়্যাল এনফিল্ডে চেপে বসেছিলেন ঋত্বিকা। দেখে মনে হচ্ছে, ব্রিজে গাড়ি চালিয়েছেন অভিনেত্রী। শেষে আবার একহাত মাথার ওপরে তুলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ঋত্বিকার বাইক চালানোর প্রশংসা অনেকেই করেছেন।  

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, জুলাই ০৭, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।