ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বিনোদন

গল্প নির্ভর কাজে মনোযোগী, প্রশংসিত ফারিণের ‘কবর’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
গল্প নির্ভর কাজে মনোযোগী, প্রশংসিত ফারিণের ‘কবর’ তাসনিয়া ফারিণ

জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। গতানুগতিক কাজের বাইরে গল্প নির্ভর কাজের দিকেই বেশি মনোযোগী।

তার অভিনীত সাম্প্রতিক সময়ের কাজগুলো দেখলেই সেটি সহজে বোঝা যায়। তারই ধারাবাহিকতায় প্রশংসায় ভাসছে তার অভিনীত ‘কবর’ নাটকটি।

বছর দুয়েক আগে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এক অলৌকিক ঘটনা ঘটেছিল যা নিয়ে দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছিল। এক মা মৃত সন্তান জন্ম দেন এবং তাকে যখন কবরে দাফন করতে নিয়ে যাওয়া হয় সে সময় শিশুটি চিৎকার দিয়ে ওঠে।

সে সত্য ঘটনার অনুপ্রেরণায় এ নাটকের গল্প। এতে ফারিণ ছাড়া আরও অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান।

রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে নাটকটি। এটির গল্প সাজিয়েছেন যোবায়েদ আহসান। পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু।  

দর্শকদের সাড়ায় অভিভূূত নির্মাতা রাফাত মজুমদার রিংকু বলেন, কাজটি সবাই অনেক পছন্দ করেছেন। এটা সত্য ঘটনার অবলম্বনে নয়, অনুপ্রেরণায় নির্মিত। দর্শকরা যারা দেখেছেন সবাই পজিটিভ মন্তব্য করছেন। ফারিণ ও জোভান দারুণ অভিনয় করেছেন। তাদের অভিনয় দেখার পর যে কারও মনে দাগ কাটবে।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।