ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

গাঁজাসহ গ্রেপ্তার, জরিমানা দিয়ে ছাড়া পেলেন জনপ্রিয় মডেল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
গাঁজাসহ গ্রেপ্তার, জরিমানা দিয়ে ছাড়া পেলেন জনপ্রিয় মডেল জিজি হাদিদ

বিমানবন্দরে গাঁজাসহ গ্রেপ্তার হয়েছিলেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় মডেল জিজি হাদিদ। বিশ্বের নামীদামী ফ্যাশন ব্র্যান্ডের হয়ে ব়্য়াম্পে হাঁটেন তিনি।

আকর্ষণীয় পোশাক ও দুরন্ত র‌্যাম্পওয়াকের কারণে বরাবরই চর্চায় থাকেন এ তারকা।

চলতি মাসের শুরুতে ‘প্যারিস ফ্যাশন উইক’র কারণে ফ্রান্সে উড়াল দেন জিজি। অনুষ্ঠানটিতে অংশগ্রহণও করেছিলেন তিনি। কিন্তু কেম্যান আইল্যান্ডস থেকে যুক্তরাষ্ট্রে ফেরার পথে বিমানবন্দরে গাঁজাসহ ধরা পড়েন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন খুব কাছের বান্ধবী লিয়া নিকোল ম্যাকার্থি।

সেসময় তাদের কাছে অনেক বেশি পরিমাণের মাদক ছিল বলে জানা গেছে। বিদেশ থেকে মাদক পাচার করার সন্দেহে তাদের গ্রেপ্তার করেন পুলিশ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট।

জানা গেছে, মাথাপিছু এক হাজার আমেরিকান ডলার জরিমানা দিয়ে হাজতবাস থেকে রেহাই পান জিজি ও লিয়া।  

এর আগেও ২০১৫ সালে ‘ভিক্টোরিয়াস সিক্রেট’র একটি অনুষ্ঠানে কোকেনের নেশা করার অভিযোগ উঠেছিল জিজির বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছিলেন এই সুপারমডেল।  

এ ছাড়াও ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় থাকেন জিজি। হলিউডে কানাঘুষা রয়েছে, ‘টাইটানিক’ খ্যাত অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে নাকি প্রেম করছেন তিনি। বহুবার একসঙ্গে দেখা গেছে তাদের। তবে কখনোই নিজেদের প্রেমের কথা স্বীকার করেননি দুই তারকা।

এর আগে ব্রিটিশ ব্যান্ড ‘ওয়ান ডিরেকশন’র প্রাক্তন সদস্য জায়ান মালিকের সঙ্গে ছয় বছর প্রেমের সম্পর্কে ছিলেন জিজি। তাদের একটি সন্তানও রয়েছে, যার বয়স আড়াই বছর।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩ 
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।