কয়েক বছর ধরে কলকাতায় আয়োজিত হচ্ছে সংগীতের অন্যতম বড় উৎসব ‘মৈত্রী কনসার্ট’। বাংলা রক গান নিয়ে দুই বাংলার এই আয়োজনে এবার অংশ নিচ্ছে বাংলাদেশের তিনটি ব্যান্ডদল।
এর মধ্যে ‘আফটারম্যাথ’ ও ‘মেঘদল’ পারফর্ম করবে হেডলাইন ব্যান্ড হিসেবে। বাংলাদেশ থেকে আরও অংশগ্রহণ করবে ব্যান্ড ‘এ কে রাহুল’।
এবার কলকাতার রবীন্দ্র ভবনে বসছে এই কনসার্টের পঞ্চম আসর। আগামী ২২ ও ২৩ জুলাই শনি ও রবিবার অনুষ্ঠিত হবে কনসার্ট।
এতে ভারতের ‘কালপুরুষ’, ‘মিসিং লিংক’, ‘ব্লাড’ ‘ফায়ার ইন দ্য রোডেও’সহ কয়েকটি ব্যান্ড অংশ নেবে।
মৈত্রী কনসার্টে অংশগ্রহণ নিয়ে ‘আফটারম্যাথ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও গিটারিস্ট ফাহীম হোসেন বলেন, আমরা অত্যন্ত গর্বিত এ রকম একটি আন্তর্জাতিক পর্যায়ের অনুষ্ঠানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার সুযোগ পেয়ে। আশা করছি আমরা বাংলাদেশের নাম উজ্জ্বল করে আসব।
বাংলাদেশ ও কলকাতা দুই জায়গায়ই বেশ জোরালোভাবে রক গানের চর্চা হচ্ছে কয়েক দশক ধরে। মৈত্রী কনসার্ট তাই হয়ে উঠেছে দুই বাংলার রকপ্রেমীদের মিলনস্থল।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
এনএটি