ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

বিনোদন

৫০ বছরে চতুর্থ সন্তানের বাবা হলেন অর্জুন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, জুলাই ২১, ২০২৩
৫০ বছরে চতুর্থ সন্তানের বাবা হলেন অর্জুন অর্জুন রামপাল

পঞ্চাশ বছর বয়সে আবারও বাবা হলেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। বৃহস্পতিবার (২০ জুলাই) পুত্র সন্তানের জন্ম দেন তার প্রেমিকা গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস।

এ প্রেমিক জুটির এটি দ্বিতীয় সন্তান।

ইনস্টাগ্রামে এক পোস্টে অর্জুন রামপাল লেখেন, আজকে আমি এবং আমার পরিবার আশীর্বাদ স্বরূপ একটি পুত্র সন্তানে পেয়েছি। আমরা চাঁদের আলোয় ভাসছি। মা-ছেলে দুজনেই সুস্থ আছেন। ডাক্তার এবং নার্সদের অসংখ্য ধন্যবাদ। এত এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।  

২০১৮ সালে এক বন্ধুর মাধ্যমে দক্ষিণ আফ্রিকান মডেল-অভিনেত্রী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের সঙ্গে পরিচয় হয় অর্জুন রামপালের। পরে তা বন্ধুত্ব এবং প্রেমে রূপ নেয়। এরপর থেকে লিভ-ইন করছেন তারা। ২০১৯ সালে অর্জুন রামপালের সন্তানের মা হন গ্যাব্রিয়েলা। ৪ বছর পর তাদের জীবনে এলো দ্বিতীয় সন্তান।  

১৯৯৮ সালে বাঙালি মডেল মেহের জেসিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অর্জুন রামপাল। ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন তারা। এ সংসারে দুই কন্যা সন্তান রয়েছে।

বাংলাদেশ সময়: ঘণ্টা, জুলাই ২১, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।