ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বিনোদন

মাহির দ্বিতীয়বার মা হতে যাওয়ার খবরটি সত্য নয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
মাহির দ্বিতীয়বার মা হতে যাওয়ার খবরটি সত্য নয় মাহিয়া মাহি

দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন ঢাকাই সিনেমা চিত্রনায়িকা মাহিয়া মাহি- এমনই একটি খবর সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, দেশের কিছুই অনলাইন পোর্টালেও প্রশ্নবোধক চিহ্ন দিয়ে খবরও প্রকাশ হয়।

এসবের পেছনে রয়েছে অভিনেত্রীর একটি রহস্যময় ফেসবুক স্ট্যাটাস। কী লিখেছিলেন সেই স্ট্যাটাসে? মাহি লেখেছিলেন, ‘আমি তুমি আর আমাদের ২ টা ফুল। ’

আর এতেই রহস্য দানা বাধে ভক্তদের মাঝে। অনেকেই ধরে নেন মাহি আবারও মা হতে চলেছেন। যা অনলাইন সংবাদ মাধ্যমেও উঠে আসে। কিন্তু আসলেই কি তাই?

এ বিষয়ে মাহি ভাষ্য, এটা সত্য নয়। আমি মা হতে যাচ্ছি না। যেসব খবর ছড়িয়েছে তা মিথ্যা। মা হবার খবর থাকলে তা আনন্দের সঙ্গে জানিয়ে দিতাম। ’

২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। চলতি বছরের ২৮ মার্চ সেই সংসারে পুত্র সন্তানের মা হন এই অভিনেত্রী।

এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে মা হওয়ার ঘোষণা দেন। সেই সময় এই অভিনেত্রী বলেছিলেন, তিনি আশা করছেন তার মেয়ে হবে। তবে তার কোলজুড়ে আসে পুত্র সন্তান।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।