ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিব রেণু’র জীবন ও কর্মভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করেছেন মারুফা আক্তার পপি। এ সিনেমার নাম ‘বঙ্গবন্ধুর রেণু’।
শাহবাগের বাংলাদেশ জাতীয় জাদুঘরে এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যা উদ্ভোধন করবেন বীর মুক্তিযোদ্ধা শিল্পী শাহাবুদ্দিন আহমেদ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক আব্দুল মান্নান।
আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্র নির্মাতা মোর্শেদুল ইসলাম। স্বাগত বক্তব্য প্রদান করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ফিল্ম এন্ড টেলিভিশনের চেয়ারম্যান অধ্যাপক জুনায়েদ হালিম।
এ আয়োজনের সভাপতিত্ব করবেন হাসুমণি’র পাঠশালার সভাপতি ও সিনেমাটির নির্মাতা মারুফা আক্তার পপি। তিনি জানান, সিনেমাটি শিগগিরই মুক্তি দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২৩
এনবি/এনএটি