ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অস্কারজয়ী নির্মাতা উইলিয়াম ফ্রিডকিন মারা গেছেন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৩
অস্কারজয়ী নির্মাতা উইলিয়াম ফ্রিডকিন মারা গেছেন উইলিয়াম ফ্রিডকিন

বিশ্বের সবচেয়ে আলোচিত ভৌতিক সিনেমাগুলোর একটি ‘দ্য এক্সরসিস্ট’। কালজয়ী চলচ্চিত্রের নির্মাতা উইলিয়াম ফ্রিডকিন মারা গেছেন।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৭ বছর।

সোমবার (০৭ জুলাই) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে মৃত্যু হয়েছে তার। খবরটি নিশ্চিত করেছেন নির্মাতার স্ত্রী শেরি ল্যানসিং।

১৯৭৩ সালের ২৬ ডিসেম্বর হলিউডে মুক্তি পায় ‘দ্য এক্সরসিস্ট’। ৪৪১ মিলিয়ন ডলার আয়ের রেকর্ড করে এই হরর সিনেমাটি। একাডেমি অ্যাওয়ার্ডে দশটি মনোনয়ন পায় এই সিনেমাটি।

উইলিয়াম ফ্রিডকিন সেরা নির্মাতা হিসেবে অস্কার জেতেন ‘দ্য ফ্রেঞ্চ কানেকশন’ সিনেমার জন্য। ১৯৭১ সালের মুক্তি পাওয়া ক্রাইম থ্রিলার এটি।

স্থানীয় টিভি চ্যানেল দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন ফ্রিডকিন। নির্মাণ করতেন ডকুমেন্টারি। সত্তরের দশকে সিনেমায় সাফল্য পান তিনি। তার উল্লেখযোগ্য আরও কিছু সিনেমা হলো ‘টু লিভ অ্যান্ড ডাই লিন এলএ’ এবং ‘রুলস অব এনগেজমেন্ট’।  

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।