ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বিনোদন

চোখে অস্ত্রোপচার, কেমন আছেন নুসরাত ফারিয়া?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
চোখে অস্ত্রোপচার, কেমন আছেন নুসরাত ফারিয়া? নুসরাত ফারিয়া

চোখে অস্ত্রোপচার করিয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। রোববার (১৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে তার ডান চোখে অস্ত্রোপচার করা হয়।

ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এই অভিনেত্রী।

বর্তমানে চিকিৎসকদের পরামর্শে এখন বাড়িতে বিশ্রামে রয়েছেন তিনি। এ বিষয়ে নুসরাত ফারিয়া বলেন, এখন অনেকটা ভালো আছি। যত দিন না চোখ ঠিক হবে, ডাক্তাররা বলেছেন মেকআপ করতে পারব না। আশা করছি, দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরতে পারব।

চোখে অস্ত্রোপচারের কারণ ব্যাখ্যা করে নুসরাত ফারিয়া বলেন, আমার ডান চোখে সংক্রমণ হয়েছিল। অনেক দিন ধরেই এ সমস্যায় ভুগছিলাম। এটা নিয়েই কাজ করছিলাম। কিন্তু গেল এক সপ্তাহ ধরে ব্যথা এতটাই বেড়ে যায় যে, অপারেশন করাতে হয়।

গেল ঈদে পেয়েছে ‘সুড়ঙ্গ’ সিনেমা। এতে আইটেম গানে পারফর্ম করে প্রশংসা কুড়িয়েছেন নুসরাত ফারিয়া। এছাড়া ভারতীয় বাংলা সিনেমার পরিচালক রাজ চক্রবর্তী নির্মাণ করছেন ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’। এতে আইটেম গানে নেচেছেন নুসরাত।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।