ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

বিনোদন

‘একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও’ সংলাপের সেই সাদ মারা গেছেন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৭, আগস্ট ২০, ২০২৩
‘একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও’ সংলাপের সেই সাদ মারা গেছেন সাদ হোসেন

‘একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও’ জনপ্রিয় এই সংলাপ নিয়ে দুষ্টুমিভরা হাসিমুখে এক ছোট্ট ছেলে হাজির হতো টিভি পর্দায়। চিপসের বিজ্ঞাপনের সেই ছোট্ট ছেলেটির নাম সাদ হোসেন।

কিডনিজনিত অসুখে শুক্রবার (১৮ আগস্ট) মারা যান তিনি।

জানা গেছে, সাদ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্ত্রী, সন্তান ও পরিবার নিয়ে বাস করতেন। সেখানেই মৃত্যুবরণ করেন তিনি।

সাদের স্ত্রীর ছোট ভাই আরিফ আকতার শাকিব ফেসবুকে লেখেন, আমার বোন জামাই সাদ হোসেন আর নেই। সবাই তার জন্য দোয়া করবেন।

এছাড়া সাদের অ্যাকাউন্টটি ট্যাগ দিয়ে ফেসবুকে তার অনেক বন্ধু ও আত্মীয়রা তার মৃত্যুর খবর জানিয়েছেন। যুক্তরাষ্ট্রেই সাদ হোসেনকে সমাহিত করা হবে।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।