ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শঙ্কামুক্ত আফজাল হোসেন, বাসায় ফিরবেন সোমবার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৩
শঙ্কামুক্ত আফজাল হোসেন, বাসায় ফিরবেন সোমবার আফজাল হোসেন

বরেণ্য অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন এখন শঙ্কামুক্ত। তার শারীরিক অবস্থার বেশ উন্নতি ঘটেছে।

তবে হাসপাতালেই ভর্তি রয়েছেন তিনি।

জানা গেছে, সোমবার (১১ সেপ্টেম্বর) হাসপাতাল থেকে বাসায় ফিরবেন তিনি।

এর আগে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আফজাল হোসেন গেল ৪ সেপ্টেম্বর রাতে অসুস্থ হয়ে পড়েন আফজাল হোসেন। পরে চিকিৎসকের পরামর্শে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।  

এদিকে, শনিবার (০৯ সেপ্টেম্বর) রাতে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো আইসিটি ডিভিশন প্রেজেন্টস ‘চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২২’। এবারের আয়োজনে ওয়েব সিরিজ বিভাগে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন আফজাল হোসেন।

অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ২০২২ সালে হইচইয়ের প্রচার হওয়া ‘বোধ’ ওয়েব সিরিজটির জন্য বিচারকরা শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে আফজাল হোসেনকেই বেছে নেন। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন না গুণী এই অভিনেতা।

তবে আফজাল হোসেনকে হাসপাতালেই পৌঁছে দেওয়া হয় শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারটি। হাসপাতালের বিছানায় শুয়েই তা গ্রহণ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।