ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সালমান শাহ’র জন্মদিনে বৈশাখী টিভির আয়োজন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
সালমান শাহ’র জন্মদিনে বৈশাখী টিভির আয়োজন

আজ চিরসবুজ নায়ক সালমান শাহ’র জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে বৈশাখী টেলিভিশন আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান।

তার অভিনীতি সিনেমা প্রচারের পাশাপাশি তার সিনেমার গান নিয়ে অনুষ্ঠান দেখানো হবে।

প্রচার হবে সালমান শাহ অভিনীত তিনটি সিনেমা। সকাল ১০টা ১০ মিনিটে রয়েছে সালমান শাহ, শাহনাজ, শাবানা, আলমগীর অভিনীত ‘সত্যের মৃত্যু নেই’।

দুপুর ২টা ৪৫ মিনিটে সালমান শাহ, শাবনূর, ববিতা, আসাদ, রাজীব, অভিনীত ‘স্বপ্নের পৃথিবী’ এবং রাত ১২টায় প্রচার হবে সালমান শাহ, শাবনূর, ফরীদি অভিনীত ‘বিচার হবে’।

দুপুর ১টায় রয়েছে তানহা তাসনিয়ার উপস্থাপনায় শুধু সিনেমা গান। অনুষ্ঠানটি সাজানো হয়েছে সালমান শাহ অভিনীত চলচ্চিত্রের জনপ্রিয় কিছু গান দিয়ে।

এরমধ্যে রয়েছে সালমান শাহ ও মৌসুমী অভিনীত ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘অন্তরে অন্তরে’, ‘স্নেহ’, ‘দেনমোহর’, সালমান শাহ্-শাবনুর অভিনীত ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের নায়ক’, ‘আনন্দ অশ্র’ এবং সালমান শাহ্-শাবনাজ অভিনীত ‘মায়ের অধিকার’ এবং ‘সত্যের মৃত্যু নেই’।

অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নিকোলাস হীরা।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।