ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

বিনোদন

ক্রিকেটের আবেগ নিয়ে শর্টফিল্ম, প্রশংসিত ওমর সানী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৩
ক্রিকেটের আবেগ নিয়ে শর্টফিল্ম, প্রশংসিত ওমর সানী

বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ দিতে নির্মিত হলো শর্টফিল্ম। ফুড প্রোডাক্টস্ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্টার লাইন ফুড প্রোডাক্টস্ লি. এর প্রযোজনায় নির্মিত হয়েছে প্রবাসীদের আবেগ নিয়ে নির্মিত সেই শর্টফিল্ম।

যে গল্পে দেখা গেল জনপ্রিয় চিত্রতারকা ওমর সানীকে।

শাফায়েত হোসেন শাওন পরিচালিত শর্টফিল্মের গল্পটি এগিয়েছে প্রবাসীদের নিয়ে। যেখানে একদল শ্রমিক কাজ করেন গ্যারেজে। এই সব বাংলাদেশি শ্রমিকদের ক্রিকেটের প্রতি ভালোলাগা ও ভালোবাসা প্রকাশ পেয়েছে তিন মিনিট পয়তাল্লিশ সেকেন্ডের এই ভিডিও চিত্রে।

৭ অক্টোবর শর্টফিল্মটি সামাজিকমাধ্যমে মুক্তি দেওয়া হয়েছে। এরপর থেকেই ইতিবাচক মন্তব্য করে দর্শকেরা ছড়িয়ে দিচ্ছেন শর্টফিল্মটি। এতে ওমর সানীর পাশাপাশি অভিনয় করেছেন কনটেন্ট ক্রিয়েটর শামিম আহমেদসহ একঝাঁক নতুন মুখ।

বিভিন্ন জন শর্টফিল্মটি দেখে উচ্ছাস প্রকাশ করেছেন, ভূয়সী প্রশংসা করেছেন। এটি নিয়ে ওমন সানী বলেন, প্রবাসে থাকলেও যে তাদের বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে একইরকম আবেগ সেটাই ফুটিয়ে তোলা হয়েছে। সবার কাছ থেকে খুব ইতিবাচক সাড়া পাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।