ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিরতির পর নতুন গানে আনুশেহ আনাদিল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৩
বিরতির পর নতুন গানে আনুশেহ আনাদিল আনুশেহ আনাদিল

দীর্ঘ বিরতির পর নতুন গান করলেন আনুশেহ আনাদিল। বাউল এক্সপ্রেস ব্যান্ডের ভোগাল বাপ্পীর সঙ্গে দ্বৈতকণ্ঠে প্রকাশিত হয়েছে সেই গান।

এর শিরোনাম ‘সুন্দর দুনিয়া’। ইউটিউব, স্পোর্টিফাই, আইটিউন, অ্যামাজন, স্বাধীন মিউজিকে এখন শোনা যাচ্ছে গানটি।

২০২২ সালের জুলাই মাসে গানটির কথা, সুর এবং গিটারের ধুন তৈরি হয়েছে চট্টগ্রামের চন্দ্রনাথ পাহাড়ে। তৈসিফুর রহমান ইমের কম্পোজিশনে স্টুডিও বৃত্ততে রেকর্ডিং হয় গানটির। গিটারে ছিলেন পরশ, ড্রামসে কমল ও পারকাশন করেন ফিলিপ দত্ত। কোরাসের ব্যাক ভোকালে আছেন ফারাবি এবং রিমঝিম।  

তৈসিফুর রহমান জানান, গানটির মূল কম্পোজিশনে শুরুতে শুধু পুরুষ কণ্ঠ ছিল। তাতে পূর্ণতা পাচ্ছিল না গানটি। তাদের অনুরোধে গানটিতে কণ্ঠ দেন আনুশেহ অনাদিল। কিছু দিনের মধ্যেই তার ভয়েস রেকর্ডিং করা হয়। গুলশানের এলকেজি স্টুডিওতে এই গানের মিক্সসহ বাদবাকি কাজ সম্পন্ন হয়।

তিনি আরও জানান, ‘কালা পাখি’ গানের লাবিক কামাল গৌরবের খমকের ছোঁয়ায় গানটিতে ভিন্ন মাত্রা যোগ করে।  

২০১৮ সালে প্রথম ডিজিটাল অডিও অ্যালবাম প্রকাশ করে বাউল এক্সপ্রেস। একই নামের ওই অ্যালবাম শোনা যাবে ইউটিউবে।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।