ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

বিনোদন

চলতি মাসেই মুক্তি পাচ্ছে ‘শ্যামা কাব্য’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৩
চলতি মাসেই মুক্তি পাচ্ছে ‘শ্যামা কাব্য’ ইন্তেখাব দিনার ও নওরীন হাসান খান জেনি

জনপ্রিয় কাহিনীকার, নাটক ও চলচ্চিত্র পরিচালক বদরুল আনাম সৌদ সরকারি অনুদানে ‘গহীন বালুচর’ সিনেমাটি নির্মাণ করেছিলেন। আবারও অনুদানে নতুন সিনেমা ‘শ্যামা কাব্য’ নির্মাণ করেছেন তিনি।

নির্মাণের পাশাপাশি এর কাহিনী, সংলাপ, চিত্রনাট্যও সৌদের।

জানা গেছে, আসছে ২৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এরপর নতুন বছরের শুরুতে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এটি।  

জানা গেছে, সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার সিনেমায় অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা।  এছাড়াও রয়েছেন ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনি, শাহাদাৎ হোসেন, সাজু খাদেম, রিমি করিম, এ কে আজাদ ও সেতু প্রমুখ।

২০১৯-২০ অর্থবছরের সরকারি অনুদান পেয়েছিল এটি। পাশাপাশি প্রযোজক হিসেবে রয়েছে সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ। সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা। চলতি বছরের শুরুতে সেন্সর ছাড়পত্র পায় এ সিনেমাটি।

সম্প্রতি প্যারিসে আয়োজিত গঁজ সুর স্যেন চলচ্চিত্র উৎসবে বেশ কয়েকটি পুরস্কার জিতেছে সিনোটি। এরমধ্যে বিশেষ জুরি অ্যাওয়ার্ড, সেরা মৌলিক চিত্রনাট্য, সেরা চলচ্চিত্র এবং সেরা সম্পাদনা, মোট চারটি বিভাগে পুরস্কার পায় ‘শ্যামা কাব্য’।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।