ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

বিনোদন

ফিলিস্তিন নিয়ে গান বাঁধলেন সায়ান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
ফিলিস্তিন নিয়ে গান বাঁধলেন সায়ান

ইসারায়েল- হামাসের চলমান সংঘাত বন্ধের দাবিতে ইতোমধ্যেই সরব হয়েছেন হলিউডের শীর্ষ তারকাদের অনেকে। এবার যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের জন্য গান বাঁধলেন বাংলাদেশের সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান।

 

সামাজিকমাধ্যমে মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে নতুন গানটি এক ঝলক গেয়ে শোনালেন এই শিল্পী। ‘আমার নাম প্যালেস্টাইন’ শিরোনামের এই গানটি শিগগিরই ইউটিউবে উন্মুক্ত হওয়ার কথা রয়েছে।

গানটি প্রসঙ্গে সায়ান বলেন, প্যালেস্টাইনের পক্ষের মানুষ আমি। আমার অস্তিত্বের ভেতরে প্যালেস্টাইনের অস্তিত্ব মুক্ত, স্বাধীন ও স্থায়ী। এই ধরণীর বুকে তাকে স্বাধীনতার মর্যাদা দেওয়ার সংগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্যালাস্টাইন নিয়ে কথা বলা থামাবেন না।

জানা গেছে, ফিলিস্তিন নিয়ে বাঁধা গানটির সংগীতায়োজন করেছেন শফিকুজ্জামান শাওন। ভিডিও নির্মাণ করেছেন প্রভাত।   

প্রসঙ্গত, সর্বশেষ স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদকে নিয়েও একটি গান বেঁধেছেন সায়ান। গেল ৩ নভেম্বর জেল হত্যা দিবসে প্রকাশ পেয়েছে ‘তাজউদ্দীন’ শিরোনামে এই গানটি।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
এনএটি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।