ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

এক সিনেমায় প্রসেনজিৎ-দেব ও জিৎ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
এক সিনেমায় প্রসেনজিৎ-দেব ও জিৎ! প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ ও দেব

বলিউডে এখন নতুন ট্রেন্ড। সুপারস্টাররা একে অপরের সিনেমায় এসে চমক দিচ্ছেন।

যেমন শাহরুখের ‘পাঠান’ সিনেমায় দেখা গেছে সালমান খানকে। অন্যদিকে সালমানের ‘টাইগার ৩’-তে দেখা গেছে কিং খানকে। ‘টাইগার ৩’র ক্লাইম্য়াক্সে এলেন হৃতিকও।

যদি টলিউডে এমনটা হয়! সম্প্রতি এমনই এক প্রশ্ন রাখা হয়েছিল টলিউডের হ্য়ান্ডসাম নায়ক জিৎকে। প্রশ্ন ছিল, একফ্রেমে কি দেখা যাবে দেব-জিৎ ও প্রসেনজিৎকে?

এমন প্রশ্নে জিতের ভাষ্য, একবার মুম্বই যাওয়ার পথে বুম্বাদার (প্রসেনজিৎ) সঙ্গে এমন কথা হয়েছিল। আমার দিক থেকে কোনও আপত্তি নেই। যদি ভালো স্ক্রিপ্ট পাই, তাহলে এরকম সিনেমা হতেই পারে। তবে অতিথি চরিত্র নয় বরং তিনজনেরই থাকবে জবরদস্ত চরিত্রে। আমার মনে হয় দর্শকও সেটাই চাইবেন। এখন শুধু সঠিক গল্পের অপেক্ষায় রয়েছি।

এর আগে একই সিনেমায় কাজ করেছেন দেব ও জিৎ। রাজ চক্রবর্তী পরিচালিত ‘দুই পৃথিবী’ নামের সিনেমাটিতে আরও ছিলেন কোয়েল মল্লিক। অন্যদিকে, ‘জুলফিকার’ ও ‘কাছের মানুষ’ সিনেমায় দেখা গিয়েছিল দেব ও প্রসেনজিৎকে।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।