ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

বিনোদন

বাথরুমে পড়ে ছিল বলিউড পরিচালক রাজকুমার কোহলির মরদেহ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৩
বাথরুমে পড়ে ছিল বলিউড পরিচালক রাজকুমার কোহলির মরদেহ রাজকুমার কোহলি

ভারতের মুম্বাইয়ে নিজ বাসার বাথরুম থেকে বলিউড পরিচালক রাজকুমার কোহলির (৯৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বলিউড অভিনেতা আরমান কোহলির বাবা।

শুক্রবার (২৪ নভেম্বর) সকালে তার মৃত্যু হয়েছে। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকালে স্নান করতে বাথরুমে গিয়েছিলেন রাজকুমার কোহলি। কিন্তু দীর্ঘসময় পর বাইরে বেরোচ্ছিলেন না। এরপর ছেলে আরমানই ভাঙেন বাথরুমের দরজা। দেখা যায়, মেঝেতে পড়ে আছেন রাজকুমার। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত হিসেবে ঘোষণা করেন।

এদিকে ‘জানে দুশমন’খ্যাত বলিউড নির্মাতা রাজকুমার কোহলি মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ইন্ডাস্ট্রিতে।

১৯৬৩ সাল থেকে সিনেমার সঙ্গে জড়িত রাজকুমার। প্রেম চোপড়াকে নিয়ে ‘সপনি’ সিনেমা নির্মাণ করে তিনি মানুষের নজরে আসেন। এরপর প্রচুর সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। তার প্রযোজিত সিনেমাগুলোর মধ্যে ‘বদলে কি আগ’, ‘নৌকর বিবি কা’, ‘রাজ তিলক’ সিনেমাগুলো সুপারহিট হয়েছিল বক্স অফিসে।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।