ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

বিনোদন

মুনীর চৌধুরী-মোহাম্মদ জাকারিয়া পদক পাচ্ছেন যারা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
মুনীর চৌধুরী-মোহাম্মদ জাকারিয়া পদক পাচ্ছেন যারা

ঢাকা: শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ২০২৩ সালের পদক প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে থিয়েটার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর মুনীর চৌধুরী সম্মাননা পাচ্ছেন নাট্য নির্দেশক ও গবেষক কামালউদ্দিন নীলু এবং মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক পাচ্ছেন তরুণ নির্দেশক বাকার বকুল। আইএফআইসি ব্যাংকের সৌজন্যে এ পদক দু’টির অর্থমূল্য যথাক্রমে ৫০ হাজার ও ২৫ হাজার টাকা।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৯৮৯ সাল থেকে বাংলা নাটকে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি বছর একজন ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানকে মুনীর চৌধুরী সম্মাননা এবং ১৯৯৭ সাল থেকে প্রতি বছর একজন তরুণ নাট্যকর্মীকে মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক দিয়ে আসছে থিয়েটার।

এ বছরের পদক প্রদান অনুষ্ঠানের তারিখ পরবর্তীতে জানানো হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।