ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

বিনোদন

বক্স অফিসে ঝড় তুলবে রণবীরের অ্যানিমেল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৩
বক্স অফিসে ঝড় তুলবে রণবীরের অ্যানিমেল

মাত্র দুই দিনে বিশ্বব্যাপী অ্যানিমেল সিনেমাটির আয় ২৩০ কোটি রুপির বেশি। এতেই বোঝা যাচ্ছে বক্স অফিসে ঝড় তুলবে রণবীর কাপুরের অ্যানিমাল।

 

ফিল্ম বাণিজ্য বিশ্লেষক রমেশ টুইটারে লিখেছেন, ‘দুই দিনে, অ্যানিমেল বিশ্বব্যাপী বক্স অফিসে ২৩০ কোটির বেশি আয় করেছে। ’ অন্য একটি টুইটে, রমেশা উত্তর আমেরিকায় অ্যানিমালের বক্স অফিস আয়ের বিবরণ শেয়ার করেছেন, যেখানে রণবীর কাপুর-অভিনীত সিনেমাটি ৫ মিলিয়নের কাছাকাছি পৌঁছেছে।

টুইট বার্তায় রমেশ লিখেছেন, ‘অ্যানিমেল ৪.৫ মিলিয়ন (আনুমানিক ৩৭.৪ কোটি) আয় করেছে এবং এখনও কিছু অঞ্চলের গণনা চলছে। ৫ মিলিয়নের বড় মাইলফলকের দিকে দৌড়াচ্ছে এটি। ’ 

বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, অ্যানিমেল শনিবার ভারতে প্রায় ৬৬ কোটি রুপি আয় করেছে। দুই দিনের ভারতে মোট আয় ১৩০ কোটি রুপি। দুই দিনে বিশ্বব্যাপী আয় ২৩৬ কোটি রুপি।

যদিও অ্যানিমেল আরেকটি বড় সিনেমার সঙ্গে বক্স অফিসে মুখোমুখি হয়েছে, তবে বক্স অফিস পুরোটাই নিজের নিয়ন্ত্রণে রেখেছেন রণবীর। ভিকি কৌশল অভিনীত মেঘনা গুলজারের পিরিয়ড ড্রামা ‘শ্যাম বাহাদুর’-এর সঙ্গে মুক্তি পেয়েছে অ্যানিমেল।  

দুই দিনের আয়েই অ্যানিমেল রণবীর কাপুরের ক্যারিয়ারের সর্বোচ্চ আয়ের সিনেমা হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে। সিনেমাটি মুক্তির আগেই ধারণা করা হচ্ছিল, এটি রণবীরের ক্যারিয়ারসেরা সিনেমা হতে যাচ্ছে।

এখন পর্যন্ত রণবীরের সবচেয়ে বড় হিট হলো ‘সঞ্জু’, যেটি ২০১৮ সালে বিশ্বব্যাপী প্রায় ৬০০ কোটি রুপি আয় করেছে। কিন্তু ‘অ্যানিমেল’ তার ক্যারিয়ারের সবচেয়ে বড় উদ্বোধনী আয়ের রেকর্ড গড়ে নিয়েছে।  

‘অ্যানিমেল’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। সিনেমায় আরও রয়েছেন অনিল কাপুর ও রাশ্মিকা মান্দানা।  

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২৩
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।