ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দেশের যেসব প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘ডানকি’ 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
দেশের যেসব প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘ডানকি’ 

প্রতীক্ষার অবসান ঘটেছে শাহরুখভক্তদের। আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) মুক্তি পেয়েছেন শাহরুখ খানের ‘ডানকি’।

ভারতীয়দের পর পরই প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে বাংলাদেশি শাহরুখভক্তদের।  

দেশের প্রেক্ষাগৃহেও একই দিন রাত ৭টা থেকেই সিনেমাটি প্রদর্শিত হতে যাওয়ার কথা।  

একইদিন একই সময়ে বাংলাদেশেও মুক্তির কথা ছিল সিনেমাটি। কিন্তু সেন্সর প্রক্রিয়ার জন্য বিলম্ব হচ্ছে। সেন্সর বোর্ডে ‘ডানকি’ জমা পড়লেও বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত সিনেমাটি দেখেনি বোর্ডের সদস্যরা। এমনটাই খবর।  

আর বোর্ডের প্রক্রিয়া মেনে ছাড়পত্র পেলেই দেশের ৪৬টি প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘ডানকি’।  

‘ডানকি’র বাংলাদেশি পরিবেশক অনন্য মামুন জানিয়েছেন, দেশে স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখা, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, শ্যামলী সিনেমা হল, মনিহার, বিজিবি অডিটোরিয়াম, মধুমিতা, সিলভার স্ক্রিন, লিবার্টি সিনেমা, রাজ তিলক, সিনেস্কোপ, গ্র্যান্ড মুভি থিয়েটার-সিলেট, রুটস সিনেক্লাব, নিউ গুলশান ,জয় সিনেমাস, মধুবন, চিত্রামহল, ম্যাজিক মুভি থিয়েটার, সুগন্ধ সিনেমা হল,শঙ্খ সিনেমা হল, নিউ মেট্রো সিনেমা, ছায়াবাণী, মম ইন সিনেমা হল, সেনা অডিটরিয়াম,রূপকথা সিনেমা হল, শাপলা সিনেমা, উল্কা, চাঁদমহল, রাজ সিনেমা, মর্ডান সিনেমা, তামান্না সিনেমা, স্বপ্নিল সিনেপ্লেক্স, নবিন সিনেমা, ঝুমুর সিনেমা, পান্না সিনেমা, অভিরুচি, বনলতা, চন্দ্রিমা, নন্দিতা সিনেমা, সাবা সোহানা সিনেপ্লেক্সে দেখা যাবে সিনেমাটি।

সেন্সর পেলেই আজ সন্ধ্যা ৭টায় দেশের এসব প্রেক্ষাগৃহে ‘ডানকি’ মুক্তি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

‘ডানকি’ নির্মাণ করেছেন বলিউডের নন্দিত নির্মাতা রাজকুমার হিরানি। ছবিতে শাহরুখের সঙ্গে আছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, বিক্রম কোচ্চার, অনিল গ্রোভার প্রমুখ। প্রচারণা ব্যয়সহ ছবিটির বাজেট মোটে ১২০ কোটি রুপি। যা শাহরুখের গত অর্ধ যুগের সবচেয়ে কম বাজেট। তাই সহজেই ছবিটি লগ্নি তুলে সুপারহিট হয়ে যাবে বলে মনে করছেন বক্স অফিস বিশ্লেষকরা।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।