ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

বিনোদন

পাবনায় শাকিব খানকে দেখতে উৎসুক জনতার ঢল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
পাবনায় শাকিব খানকে দেখতে উৎসুক জনতার ঢল

বর্তমানে পাবনায় ব্যস্ত সময় পার করছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। সেখানে তার ‘রাজকুমার’ সিনেমার শুটিং চলছে।

আর এই সুযোগে শাকিবকে একনজর দেখতে শুটিংস্পটে সিনেপ্রেমীদের ঢল নামে।  

শাকিব খানের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিওতে এমনটাই দেখা গেল।  

‘রাজকুমার’ সিনেমার শুটিংয়ের একটি ভিডিও পোস্ট করেছেন শাকিব। এতে দেখা যাচ্ছে, মানুষের ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছে শাকিব খানের গাড়ি। শুটিংস্পটে হাজারো জনতার। নায়ককে কাছ থেকে দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন তারা। মোবাইল ফোনের ক্যামেরায় শাকিবের ছবি তুলতে চেষ্টা করছেন কেউ কেউ। এদিকে বাঁশি ফুঁকে জনতাকে দূরে সরিয়ে দিচ্ছেন নিরাপত্তাকর্মীরা।  

ভিডিওর ক্যাপশনে শাকিব লিখেছেন, ‘আমাকে ভালবাসায় রাখুন। ’

এর আগে, ঢাকার শুটিং পর্ব শেষে গত ১৮ ডিসেম্বর পাবনায় শুটিং শুরু করেন শাকিব খান। সেখানে চলছে সিনেমার দ্বিতীয় লটের কাজ।  

পাবনায় প্রায় ৯ দিন চলবে ‘রাজকুমার’ সিনেমার শুটিং। এরপর শাকিবের গন্তব্য আমেরিকা। সেখানে হবে এই সিনেমার বাকি অংশের কাজ। সেখান থেকে ভারতে আসার কথা রয়েছে পুরো ইউনিটের। সেখানেও ধারণ করা হবে কিছু দৃশ্য।  

প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে সিনেমাটি। রাজকুমার ছবিতে শাকিবের নায়িকা হলিউড অভিনেত্রী কোর্টনি কফি। আরশাদ আদনানের প্রযোজনায় ছবিটি নির্মাণ করছেন ‘প্রিয়তমা’ খ্যাত পরিচালক হিমেল আশরাফ।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।