ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

বিনোদন

শীতে উষ্ণ ভালোবাসার ‘হৃদমাঝারে’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৩
শীতে উষ্ণ ভালোবাসার ‘হৃদমাঝারে’

এই শীতে উষ্ণ ভালোবাসার গল্প নিয়ে আসছে ড্রামা সিরিজ ‘হৃদমাঝারে’। নাসিমুল হাসানের চিত্রনাট্যে এর সংলাপ লিখেছেন সরোয়ার সৈকত।

এটি নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ।

ড্রামা সিরিজটিতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, নাজিয়া হক অর্ষা, আয়েশা খান, রোজি সিদ্দিকী, আবু হুরায়রা তানভীরসহ আরও অনেকে।  

গল্পে দেখা যাবে, দেশসেরা হার্ট সার্জন ডাক্তার ইমরানকে ছোটবেলা থেকেই ভীষণ পছন্দ করে সাংবাদিক নীলা। কিন্তু খ্যাতির পেছনে ছোটা ইমরান বুঝেও যেন বুঝতে চায় না নীলার ভালোবাসা। অদৃশ্য একটা দেয়াল তৈরি করে রাখে সে দুজনের মাঝে।

এমন সময় হাসপাতালের নতুন ডাক্তার ফারিয়ার সঙ্গে ইমরানের সম্পর্ক গাঢ় হলে নীলা মানতে পারে না। ভয়ংকর এক ফাঁদে পা দেয়। নীলার ভুলের কারণে ডাক্তার ইমরানের নামে অভিযোগ আসে এক নিষ্পাপ শিশুকে হত্যা করার।  ভালোবাসায় অন্ধ নীলা কি পারবে ইমরানকে বাঁচাতে?

জানা গেছে, ‘হৃদমাঝারে’ নামের এই ড্রামা সিরিজটি রোববার (৩১ ডিসেম্বর) ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে প্রচার হবে।  

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।