ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

বিনোদন

মাহতিম সাকিবের কণ্ঠে এলো নতুন গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৩
মাহতিম সাকিবের কণ্ঠে এলো নতুন গান

তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী মাহতিম সাকিব। তার কণ্ঠে নতুন গান ‘তোকে ছাড়া বোঝে নারে মন’।

গানটির ভিডিও প্রকাশিত হয়েছে বাংলাএক্সপ্রেস ফিল্মের ইউটিউব চ্যানেলে।

জিয়াউদ্দিন আলমের কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন মেরাজ তুষার। মিউজিক ভিডিওতে মডেল হয়েছে ঋতি ও সৌরভ ফার্সি। সম্পাদনা ও কালারে ছিলেন রাকিব আহমেদ। এটি নির্মিত হয়েছে বাংলাএক্সপ্রেস ফিল্মসের ব্যানারে।

মিউজিক ভিডিওর পরিচালনায় ছিলেন ওয়াহিদ বিন চৌধুরী ও মামুন খান। ক্যামেরায় ছিলেন সোহাগ গান। গানের শুটিং হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চা বাগানসহ বিভিন্ন লোকেশনে।

প্রযোজক পারভেজ চৌধুরী জানান, অনেকদিন ধরে পরিকল্পনা করছিলাম চা বাগানে ঘুরতে যাওয়ার। তখন ওয়াহিদ বিন চৌধুরী প্রস্তাব রাখলেন শুধু ঘুরাঘুরি না করে এর পাশাপাশি একটা গানের শুটিং করে ফেলার। সেখান থেকে মাহতিম সাকিবের গানটি বাছাই করি। আশা করছি দর্শক-শ্রোতা সবার গানটি ভালো লাগবে।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।