ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

বিনোদন

ইয়াশের বিপরীতে দক্ষিণে ‘হেভিওয়েট এন্ট্রি’ কারিনার!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৪
ইয়াশের বিপরীতে দক্ষিণে ‘হেভিওয়েট এন্ট্রি’ কারিনার! কারিনা কাপুর-ইয়াশ

তেইশ সালটাই ঘুরিয়ে দিল কারিনা কাপুরের ভাগ্যচক্র। ‘জানে জান’ সিরিজের সুবাদে দর্শকদের নজর কাড়ার পাশাপাশি সিনেসমালোচকদের কাছেও দারুণ প্রশংসিত হয়েছে তার অভিনয়।

তারপরই কারিনার ঝুলিতে এসেছে ‘দ্য বাকিংহাম মার্ডারস’র মতো থ্রিলার সিনেমা। যেখানে গোয়েন্দা চরিত্রে দেখা যাবে কারিনাকে।

এবার শোনা যাচ্ছে, বিগ বাজেট দক্ষিণী সিনেমার মুখ্য চরিত্রে থাকছেন কারিনা কাপুর।  

বলিউড মাধ্যমের সূত্রে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ‘টক্সিক’ নামে এক দক্ষিণী সিনেমার মুখ্য চরিত্রে দেখা যাবে তাকে। ‘কেজিএফ’ স্টার ইয়াশের বিপরীতে অভিনয় করতে চলেছেন তিনি।

জানা গেছে, প্রাথমিক পর্যায়ে কথাবার্তা ইতোমধ্যেই চূড়ান্ত। গীতু মোহনদাসের পরিচালনায় ২০২৫ সালের ১০ এপ্রিল মুক্তি পাবে ‘টক্সিক’। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসেই লন্ডনে গিয়ে কথা সেরে এসেছেন ইয়াশ। এবার শুটিং ফ্লোরে যাওয়ার পালা। ‘টক্সিক’র সুবাদেই দক্ষিণী সিনেইন্ডাস্ট্রিতে হেভিওয়েট এন্ট্রি হতে চলেছে কারিনা কাপুরের।

বলিউডে দুই দশক কাটিয়ে ফেললেও তেইশ সাল অবধি ‘পুহ’ কিংবা ‘গীত’ চরিত্রের জন্যই কারিনা কাপুরকে মনে রেখেছেন দর্শকরা। তবে খেলা ঘোরালো চলতি বছরে মুক্তিপ্রাপ্ত ‘জানে জান’। সিঙ্গেল মাদারের ভূমিকায় বিজয় ভার্মা, জয়দীপ আহলাতের মতো দাপুটে অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে নজর কেড়েছেন কারিনা।

২০২২ সালে আমির খানের সঙ্গে জুটি বেঁধে ‘লাল সিং চাড্ডা’ এনেছিলেন ঠিকই। কিন্তু ফ্লপ সেই সিনেমাতে কারিনাকে নিয়ে মোটেই হইচই হয়নি। বরং সমস্ত লাইমলাইট কেড়েছিলেন আমির খান। তবে ২০২৩ সালে ‘জানে জান’র দৌলতে নজরকাড়া প্রত্যাবর্তন কারিনা কাপুরের।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।