ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

বিনোদন

প্রকাশ্যে এলো জোভানের স্ত্রীর ছবি 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
প্রকাশ্যে এলো জোভানের স্ত্রীর ছবি 

ঢাকা: ছোটপর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান সম্প্রতি বিয়ে করেছেন। তাৎক্ষণিকভাবে স্ত্রী বা বিয়ের বিস্তারিত জানাতে চাননি এই অভিনেতা।

তবে এবার প্রকাশ্যে এলো জোভানের স্ত্রীর ছবি।  

ছবিতে দেখা যাচ্ছে জোভানকে জড়িয়ে ধরে আছেন তার স্ত্রী। মুচকি হাসিতে পোজ দিতে দেখা যায় তাদের। দুজনের পরনে ছিল গোলাপি রঙের ম্যাচিং ড্রেস। অভিনেতার পরনে শেরওয়ানি ও তার স্ত্রী পরেছিলেন লেহেঙ্গা। ছবিটি রোববার রাতে ফেসবুকে পোস্ট করেন ছোটপর্দার অভিনেত্রী সাফা কবির।

এর আগে শুক্রবার (১২ জানুয়ারি) ফেসবুকে স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে জোভান ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের গল্প। ’ তবে সেই  ছবিতে কনের মুখ দেখা যাচ্ছিল না।  

জোভানের ঘনিষ্ঠজনরা জানান, রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন জোভানের স্ত্রী। বিয়ের কিছুদিন আগে থেকেই জানাশোনা ছিল দুজনের। তবে বিয়ের আয়োজন পারিবারিকভাবেই করা হয়েছে। এ মাসের শেষ দিকেই যাবতীয় আনুষ্ঠানিকতার আয়োজন রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।