ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মুক্তি পেল ফাইটার; দর্শক বললেন, ‘পাঠানের চেয়েও ভালো’!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪
মুক্তি পেল ফাইটার; দর্শক বললেন, ‘পাঠানের চেয়েও ভালো’!

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) মুক্তি পেয়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমা ‘ফাইটার’। এতে প্রথমবার হৃতিক রোশনের সঙ্গে জুটি বেঁধেছেন দীপিকা পাড়ুকোন।

তাই সিনেমাটি নিয়ে দর্শকের প্রত্যাশাও অনেক বেশি।

বৃহস্পতিবার ভোর থেকেই শুরু হয়ে যায় ‘ফাইটার’র প্রথম শো। এরপরেই সামাজিকমাধ্যমে সিনেমাটির রিভিউ দেওয়া শুরু করেন দর্শকরা।

লাইভ মিন্টের প্রতিবেদন অনুযায়ী এক দর্শক লেখেন, ‘অসাধারণ অ্যাকশন। উত্তেজনায় সিটের কিনারে এসে যাবেন দেখতে দেখতে। হৃতিক দারুণ করেছেন। ’

আরেক দর্শকের মত, ‘ভারতের বিমানবাহিনী নিয়ে নির্মিত সিনেমাগুলোর মাঝে সেরা এটি। ফোরডিতে দেখুন, ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব সুন্দর। ভারতীয় বিমানবাহিনীর মিশনগুলো দেখে শরীর শিউরে উঠবে। দারুণ বিনোদন…অসাধারণ সিনেমা…স্টান্ট সিকুয়েন্সগুলো অতুলনীয়, গল্পও শক্তিশালী, অ্যাকশন ওয়ান্ডারফুল। ’

সিনেমার অ্যারিয়েল অ্যাকশন সিকুয়েন্সগুলো দেখে মুগ্ধ দর্শকরা। একজন প্রশংসা করে লেখেন, ‘ফাইটারের মতো অ্যারিয়েল অ্যাকশন দর্শক আগে কখনো দেখেননি। হৃতিক এই ঘরানার মাস্টার, আবারও তা প্রমাণ করেছেন। দীপিকা তার ক্যারিয়ারের সেরা সময় পার করছেন, তাই তিনি কোনো ভুল করেননি। ফাইটার নিশ্চিত সুপারহিট। এটি হৃতিকের সবচেয়ে বেশি আয় করা সিনেমা হতে পারে। ’

আরেক ভক্তের মতে, ‘হৃতিক রোশান স্যার যেই ঘরানার সিনেমাতেই অভিনয় করুক, ব্রিলিয়ান্ট পারফর্মেন্স দেখান। দীপিকা আকর্ষণীয় এবং সেরা অভিনেত্রী। তার অভিনয়ও অসাধারণ হয়েছে। সিদ্ধার্থ আনন্দের প্রথম বিমান বাহিনী নিয়ে সিনেমা, তবে তিনি সেরা নির্মাতা। তার ওয়ার, পাঠান দারুণ ছিল। সিনেমাটি দেখার মতো। ’

এক ভক্তের কাছে ‘পাঠান’র চেয়েও ভালো লেগেছে ‘ফাইটার’। তিনি বলেন, ‘কী দারুণ সিনেমা। প্রতিটি দৃশ্য সিদ্ধার্থ আনন্দের পাঠানের চেয়েও ভালো সত্যিই। সিনেমাটি দেখুন। মূল চরিত্রে হৃতিক স্যারের অভিনয় অসাধারণ, দীপিকাও আবেদনময়। ফাইটার ২০২৪-এর হিট!’

পাকিস্তানের পক্ষে ভারতের ওপর করা একটি সন্ত্রাসবাদী হামলার পর এয়ারস্ট্রাইকের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে সিনেমাটি। ‘ফাইটার’-এ হৃতিক অভিনয় করছেন স্কোয়াড্রন লিডার শমসের পাঠানিয়া ওরফে প্যাটির চরিত্রে। অনিল কাপুর গ্রুপ ক্যাপ্টেন রাকেশ জয় সিং ওরফে রকি ও দীপিকা পাড়ুকোন রয়েছেন স্কোয়াড্রন লিডার মিনাল রাঠোর ওরফে মিন্নির ভূমিকায়।

‘ফাইটার’ প্রযোজনা করেছে ভায়াকম ১৮ মোশন পিকচার্স। নির্মাতা সিদ্ধার্থ আনন্দের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন সাবেক সেনা অফিসার রমন চিব। সিনেমাটিতে করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়কেও দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।