ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সেরা সিনেমার পুরস্কার পেল ‘টুয়েলভথ ফেল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
সেরা সিনেমার পুরস্কার পেল ‘টুয়েলভথ ফেল’

৬৯তম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে ‘টুয়েলভথ ফেল’।  

রোববার (২৮ জানুয়ারি) ভারতের গুজরাটের গান্ধীনগরের গিফট সিটিতে অনুষ্ঠিত হয় বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম বড় সম্মান।

 

এদিন পুরস্কার হিসেবে ব্ল্যাক লেডি ট্রফি গ্রহণ করেন সিনেমাটির অভিনেতা বিক্রান্ত মেসি, মেধা শঙ্করসহ অভিনয় শিল্পীরা।

এছাড়া সেরা অভিনেতা পুরস্কারও জিতেছেন বিক্রান্ত মেসি। আর সেরা পরিচালক হয়েছেন সিনেমাটির নির্মাতা বিধু বিনোদ চোপড়া।

‘টুয়েলভথ ফেল’ সিনেমা ইউপিএসসি শিক্ষার্থীদের সংগ্রামের ওপর তৈরি। বাস্তবের আইপিএস অফিসার মনোজ কুমারের কঠোর অধ্যবসায়ের মাধ্যমে আইপিএস হয়ে ওঠার সত্যি ঘটনা তুলে ধরা হয়েছে এই সিনেমায়।

বিশ্বজুড়ে সিনেমাটি প্রশংসা কুড়িয়েছে। কমল হাসান, সঞ্জয় দত্ত, ঋষভ শেট্টি, ফারহান আখতারের মতো গুণী অভিনেতারা সিনেমাটির প্রশংসা করেছেন।

এবারের ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডের সন্ধ্যা রণবীর কাপুর, বরুণ ধাওয়ান, কারিনা কাপুর খান, জাহ্নবী কাপুর, সারা আলি খান ও কার্তিক আরিয়ানদের পারফরম্যান্স জমজমাট ছিল।  

নির্মাতা ও টক শো হোস্ট করণ জোহর, অভিনেতা আয়ুষ্মান খুরানা ও মনীশ পল ছিলেন এবারের আয়োজনের সঞ্চালনায়।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।