ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

বিনোদন

তীব্র কটাক্ষের মুখে শোয়েবের তৃতীয় স্ত্রী সানা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
তীব্র কটাক্ষের মুখে শোয়েবের তৃতীয় স্ত্রী সানা

পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদ আলোচনায় উঠে এসেছেন শোয়েব মালিককে বিয়ে করার পর থেকেই। বিয়ের পর বিষয়টি তিনি সমাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতেই শিকার হন কটাক্ষের।

তার ছবিতে অনেক নেটিজেনই বিরক্তি প্রকাশ করেছেন।

সানিয়া মির্জার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর থেকেই পাকিস্তানি জনতার কাছে শোয়েব এবং সানা দুইজনই খলনায়ক হয়ে উঠেছেন। কেউই মেনে নিতে পারছেন না এই বিয়ে। বিয়ের পর শোয়েবের সঙ্গে সানা ছবি শেয়ার দিতেই কটাক্ষ করতে শুরু করেন অনেকে।

পাকিস্তানের এক সংবাদ মাধ্যমের দাবি, শোয়েব এবং সানা দুইজনেই বিবাহিত হওয়া সত্ত্বেও গত তিন বছর ধরে সম্পর্কে ছিলেন। শুধু তাই নয়, নিজের বিয়ের ব্যাপারে আগের স্বামী উমের জয়সওয়ালকে কিছুই জানাননি সানা। মাত্র তিন মাসে তাকে হঠাৎ করে ডিভোর্স দিয়ে শোয়েবকে বিয়ে করেছেন তিনি। শোয়েবও নাকি সানাকে ছাড়া কোনো টিভি চ্যানেলের অনুষ্ঠানে যেতে রাজি হতেন না।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।