ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

বিনোদন

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ফারুকী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ফারুকী

জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী আগের চেয়ে এখন অনেকটা সুস্থ আছেন। এ কারণে তাকে হাসপাতাল থেকে ডিসচার্জ করা হয়।

সোমবার বিকেলে বাসায় ফিয়েছেন এই নির্মাতা। এমনটাই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার এক ঘনিষ্ঠজন।

তিনি বলেন, ‘ফারুকীর শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে, তাই গতকাল বিকেলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। ’

মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মোস্তফা সরয়ার ফারুকী। প্রথমে শারীরিক অবস্থা খারাপ থাকায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। তারপর কিছুটা সুস্থবোধ করলে স্থানান্তর করা হয় কেবিনে।  

সেসময় নির্মাতার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা এক ফেসবুক পোস্টে জানান, ‘আজ (২২ জানুয়ারি) সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই ডাক্তার বলল- এনজিওগ্রাম করতে। করা হলো। ছোট একটা ব্রেইন স্ট্রোক হয়ছে ওর। নিউরো আইসিইউ’তে অবজারভেশনে আছে এখন। সবাই মোস্তফা সরওয়ার ফারুকীর জন্য দোয়া করবেন। ’

পরদিন ফারুকীর শারীরিক অবস্থার কথা জানিয়ে তিশা বলেন, ‘চিকিৎসকেরা জানিয়েছেন, অপারেশন করতে হবে না। তবে পুরোপুরি সুস্থ হতে একটু সময় লাগবে। চিকিৎসকেরা এও বলেছেন, ৭২ ঘণ্টা পর পর্যবেক্ষণে রাখতে হবে। এরপর ব্রেইনের একটা সিটি স্ক্যান করা হবে। ’

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।