ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মারা গেছেন অভিনেতা আহমেদ রুবেল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
মারা গেছেন অভিনেতা আহমেদ রুবেল

খ্যাতিমান অভিনেতা আহমেদ রুবেল মারা গেছেন। বুধবার (৭ ফেব্রুয়ারি) চলচ্চিত্র পরিচালক নুরুল আলম আতিক এ তথ্য জানান।

 

নিজের অভিনীত নতুন সিনেমা ‘পেয়ারার সুবাস’-এর বিশেষ প্রদর্শনীতে যোগ দেওয়ার কথা ছিল রুবেলের।  উত্তরা থেকে পরিচালক নুরুল আলম আতিককে সঙ্গে নিয়ে নিজে গাড়ি ড্রাইভ করে তিনি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আসেন।  নিচে গাড়ি পার্কিংয়ের সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্কয়ার হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।   

পেয়ারার সুবাস সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ৫৫ বছর বয়সী আহমেদ রুবেল।

সেলিম আল দীনের ‘ঢাকা থিয়েটার’ থেকে অভিনয়ের হাতেখড়ি নিয়েছিলেন আহমেদ রাজিব রুবেল ওরফে আহমেদ রুবেল। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নযাত্রা’ নাটকে প্রথম অভিনয় করেন তিনি। এরপর নন্দিত নির্মাতা প্রয়াত হুমায়ূন আহমেদের ঈদ নাটক ‘পোকা’য় দেখা যায় তাকে। নাটকের ‘গোরা মজিদ’ চরিত্র দিয়ে তিনি জনপ্রিয়তা লাভ করেন।

ভারী কণ্ঠের অধিকারী এ অভিনেতা বেশ কিছু কাজ দিয়ে নিজের জাত চিনিয়েছিলেন।

১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্ম হয়েছিল আহমেদ রুবেলের। তার বাবার নাম আয়েশ উদ্দিন। বেড়ে উঠেছেন ঢাকায়। মৃত্যুর আগে গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
এনএটি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।