ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

বিনোদন

‘ব্যবসার পরিস্থিতি’র গায়কের নতুন গান 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৪
‘ব্যবসার পরিস্থিতি’র গায়কের নতুন গান 

‘ব্যবসার পরিস্থিতি’ গানের কথা নিশ্চয়ই সবার মনে আছে। গানটি গেয়ে রাতারাতি পরিচিতি পান তরুণ গায়ক আলী হাসান।

শুরু থেকে সচেতনামূলক গান কণ্ঠে তুলছেন তিনি।

তারই ধারাবাহিকতায় এবার আলী হাসান নিয়ে এলেন সচেতনামূলক আরও একটি গান। শিরোনাম ‘প্রতারণার ফাঁদ’।

আলী হাসানের সঙ্গে গানটি আরও কণ্ঠ দিয়েছেন ইন্ডিপেন্ডেন্ট মানাম, আমিন আলী, সাদী, মো. মারুফ আকন, আহমেদ, শুভ, আলিম খন্দকার। গানের ভিডিওতেও অংশ নিয়েছেন সবাই। সংগীত করেছেন শচি শামস। এক্স সলিউশনস লিমিটেড’র ব্যানারে এটি নির্মাণ করেছেন ফারুক নিপু।

নতুন গান প্রসঙ্গে আলী হাসান বলেন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহককে ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আমরা প্রায়ই শুনে থাকি। গানে গানে এসব সচেতনার কথাই বলা হয়েছে।

তিনি আরও বলেন, প্রতারণার ফাঁদে পড়ার আগে ভালো ভাবে জেনে নিন এবং দেখে আসুন ‘প্রতারণার ফাঁদ’। আশা করি, বরাবরের মতো এবারও আমার নতুন গানটি সবার পছন্দ হবে। গানটি প্রকাশ হয়েছে জি সিরিজর মিউজিক ইউটিউব চ্যানেলে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।