ঢাকা, বুধবার, ১৩ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

বিনোদন

অনন্তের ঘড়ি দেখে বিস্মিত মার্ক জাকারবার্গের স্ত্রী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, মার্চ ৪, ২০২৪
অনন্তের ঘড়ি দেখে বিস্মিত মার্ক জাকারবার্গের স্ত্রী

ভারতের গুজরাটের জামনগরে হয়ে গেল দেশটির ধনকুবের মুকেশ আম্বানিপুত্রের প্রি-ওয়েডিং।  

তিনদিন ব্যাপী অনুষ্ঠিত জাঁকালো অনুষ্ঠানে হাজির হয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এবং গুগলের সিইও সুন্দর পিচাই, ইভাঙ্কা ট্রাম্পসহ আন্তর্জাতিক অঙ্গনের বড় বড় ব্যক্তিত্ব।

আর তাদের অংশগ্রহণের নানান ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এসব ভিডিও একটিতে দেখা গেছে, মুকেশ আম্বানিপুত্র বর অনন্ত আম্বানির হাতের ঘড়ি দেখে বিস্মিত হন জাকারবার্গের স্ত্রী প্রিসিলা। রীতিমতো মুগ্ধ তিনি। সে কথা প্রকাশও করেন অনন্তের কাছে।  

প্রিসিলা বলেন, ঘড়িটি অসাধারণ। এটা দেখতে দারুণ। জাকারবার্গও তখন যোগ করেন, আমিও এই বিষয়টা তাকে (অনন্ত) বলেছি।

এসময় প্রিসিলাকে বারবার অনন্তর ঘড়ির দিকে ঝুঁকে পড়তে দেখা গেছে।

তিনি বলছিলেন, ‘আমি কখনো ঘড়ি কিনতে চাইনি। কিন্তু এটা দেখে মনে হচ্ছে ঘড়ি বেশ দারুণ একটা ব্যাপার। আমারও এটা চাই। ’

প্রি-ওয়েডিংয়ের দ্বিতীয় দিন তথা ২ মার্চ ঘটে এ ঘটনা।  

অনন্ত আম্বানির ঘড়ির দাম কত? 

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ঘড়িটি অনন্তর প্রিয়। অনন্তের এই ঘড়িতে বসানো রয়েছে হীরা, পান্না, চুনির মতো বহুমূল্যবান পাথরও। এর দাম ১৮ কোটি রুপি। এক্সক্লুসিভ ব্র্যান্ড গ্র্যান্ড মাস্টার চিনে ওয়াচের লাক্সারিয়াস ঘড়ি এটি।  

এর বিশেষত্বগুলো জানার জন্য অনন্তকে একের পর এক প্রশ্ন করে মাথা খারাপ করে দেন প্রিসিলা।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।