অনুপ্রেরণা হিসেবে সব সময় জেমসের নাম শ্রদ্ধার সঙ্গেই উচ্চারণ করেন কলকাতার জনপ্রিয় গায়ক রূপম ইসলাম। আর তাই জেমসকে কাছে পেয়ে নিজেকে সংবরণ করতে পারলে না।
গেল ৩ মার্চ কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ‘দুই বাংলার মেলবন্ধন’ শিরোনামে কনসার্টের আয়োজন করা হয়েছিল। তাতে পারফর্ম করে জেমসের ব্যান্ড নগরবাউল ও রূপমের ব্যান্ড ফসিলস। এ কনসার্টের মাধ্যমে চার বছর পর কলকাতায় গাইলেন জেমস। সেই মঞ্চে জেমসকে ‘মহাগুরু’ বলে সম্মোধন করেন রূপম।
এমনকি ৪ মার্চ নিজের সোশ্যাল মাধ্যমেও লেখেন এই গায়ক। ছবির ক্যাপশনটা ছিল এমন- ‘গতকালের সন্ধ্যে। মহাগুরুর হাসিমুখ। একটি আলোকচিত্র, যা বাঙ্ময়। ’
মূলত কনসার্টটি ছিল নগরবাউল ও ফসিলসকে কেন্দ্র করেই। রোববার রূপম নিজেও সেই কনসার্টের ভিডিও লাইভ করেছেন। ‘পুজোওয়ালাদের গান-পুজো’ শীর্ষক এই কনসার্টের আয়োজন করছে ফোরাম ফর দুর্গোৎসব।
কনসার্টে বাংলা গানের পাশাপাশি জেমস গেয়েছেন হিন্দি গানও। ‘ভিগি ভিগি’, ‘আলবিদা’ কিংবা ‘চাল চালের মতো’ হিন্দি গান ছিল সে তালিকায়।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৪
এনএটি