ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আগে ছিলাম পর্দার, এখন মাঠের নায়ক হতে চাই: ফেরদৌস 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, মার্চ ৬, ২০২৪
আগে ছিলাম পর্দার, এখন মাঠের নায়ক হতে চাই: ফেরদৌস 

ফেনী: চিত্রনায়ক ফেরদৌস আহমেদ (এমপি) বলেছেন, আগে ছিলাম পর্দার নায়ক। এখন মাঠের নায়ক হতে চাই।

দেশের মানুষের জন্য কাজ করতে পারছি, এটা বড় প্রাপ্তি। বুধবার (০৬ মার্চ) ফেনীতে একটি শোরুম উদ্বোধনকালে প্রধান অতিথি হয়ে তিনি এসব কথা বলেন।

এসময় ফেরদৌস বলেন, চলচ্চিত্রের উন্নয়নে সংসদে দাঁড়িয়ে কথা বলেছি, আরও জোরালোভাবে বলব৷ 

শোরুমটির উদ্বোধন করেন, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।  

বিশেষ অতিথি ছিলেন, আজমেরী গ্রুপের ডিরেক্টর মফিজুর, রেমন্ড শপের ম্যানেজিং ডিরেক্টর মো. শরীফ হোসেন প্রমুখ ।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৪
এসএইচডি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।