ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

বিনোদন

সংসার জীবনে ডিভোর্সি তৌসিফ-তিশা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২১, মার্চ ১০, ২০২৪
সংসার জীবনে ডিভোর্সি তৌসিফ-তিশা!

গল্পটা দুই মেরুর দু’জন মানুষকে ঘিরে। এভাবেও বলা যায়, দুটো বিচ্ছেদের গল্প এক মোহনায় মিশে যাওয়া দেখা যাবে এতে।

যাতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা ও তৌসিফ মাহবুব।

যোবায়েদ আহসানের চিত্রনাট্যে দু’জনকে নিয়ে বিশেষ নাটকটি নির্মাণ করেছেন ইমরোজ শাওন।

নির্মাতা জানান, এতে তৌসিফ ও তিশার নাম থাকছে পার্থ ও তিশা। দু’জনই সংসার জীবনে ডিভোর্সি। পার্থ তার ছেলেকে নিয়ে এবং তিশা তার মেয়েকে নিয়ে একই ভবনে আলাদা থাকেন। দু’জনের মধ্যে কোনও জানাশুনা নেই।

তবে জানাশুনাটা হয়ে ওঠে নানা ঘটনার মধ্য দিয়ে। যা গড়াতে থাকে অনেক গভীরে।

প্রযোজক এসকে সাহেদ আলী জানান, পারিবারিক ও প্রেমের অসাধারণ গল্পে সাজানো ‘ফ্যামিলি’ নাটকটি শিগগিরই উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, মার্চ ১০, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।