ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

বিনোদন

অভিভূত সোহেল রানা, বললেন ‘কল্পনাও করিনি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, মার্চ ১০, ২০২৪
অভিভূত সোহেল রানা, বললেন ‘কল্পনাও করিনি’ সোহেল রানা

দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় অন্যতম অভিনেতা, পরিচালক, প্রযোজক, বীর মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। সামাজিকমাধ্যমে বেশ সরব কিংবদন্তি এই অভিনেতা।

তবে সম্প্রতি প্রথমবার ফেসবুক লাইভে আসেন তিনি। প্রথম লাইভে ভক্তদের ভালোবাসায় অভিভূত তিনি।

বিষয়টি জানালেন অভিনেতা নিজেই। রোববার (১০ মার্চ) নিজের আইডিতে মনের কথাগুলো তুলে ধরলেন সোহেল রানা। সঙ্গে যুক্ত করেন নিজের একটি ছবি।  

ক্যাপশনে এক সময়ের ড্যাশিং হিরো লেখেন, আমি অভিভূত। মুক্তিযোদ্ধা হিসেবে স্মার্ট কার্ড পাওয়ার জন্য আমি প্রথমবার লাইভে এসেছিলাম। দেশ-বিদেশের মানুষ যে আমাকে এখনো এত ভালোবাসে তা কল্পনাও করিনি।

তিনি আরও যোগ করেন, টেলিফোনে-মেসেজে বারবার অনুরোধ আসছে আমি যেন মাঝে মাঝে লাইভে আসি। ধন্যবাদ বন্ধুরা, আমি আপনাদের অনুরোধ রাখার চেষ্টা করব। শুভেচ্ছান্তে, মাসুদ পারভেজ সোহেল রানা।

বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ সিনেমার প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ সোহেল রানার। এটি পরিচালনা করেন চাষী নজরুল ইসলাম।

১৯৭৩ সালে কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত কাল্পনিক চরিত্র ‘মাসুদ রানা’র একটি গল্প অবলম্বনে ‘মাসুদ রানা’র নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন এবং একই সিনেমার মাধ্যমে তিনি মাসুদ পারভেজ নামে পরিচালক হিসেবেও যাত্রা শুরু করেন।  

এরপর অসংখ্য সিনেমা উপহার দিয়েছেন সোহেল রানা। দীর্ঘ চলচ্চিত্র জীবনে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন তিনি।  

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, মার্চ ১০, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।