ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

কংগ্রেস ছেড়ে শিবসেনায় গোবিন্দ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৪
কংগ্রেস ছেড়ে শিবসেনায় গোবিন্দ

আবারও রাজনীতিতে ফিরে এলেন বলিউড অভিনেতা গোবিন্দ। কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন আগেই।

একটা বিরতির পর এবার যোগ দিলেন শিবসেনায়।  

বৃহস্পতিবার (২৮ মার্চ) মুম্বাইয়ের বালাসাহেব ভবনে ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের উপস্থিতিতেই দল পরিবর্তন করলেন এ বলিউড তারকা।  

ভারতের সংবাদ সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে। এদিকে গোবিন্দ’র দল পাল্টে শিবসেনায় যোগদানের ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে এএনআই ।

ভিডিওতে দেখা গেছে শিবসেনায় যোগ দিয়ে গোবিন্দ বলছেন, ‘আমি মন দিয়ে ভালো করে কাজ করব। শিল্পের উন্নতির দিকে নজর রাখব। ’

একইসঙ্গে একনাথ শিন্ডের প্রশংসা করে তিনি বলেন, মুম্বাই এখন অনেক বেশি পরিষ্কার-পরিচ্ছন্ন। আর একনাথ শিন্ডের তত্ত্বাবধানেই সেটা সম্ভব হয়েছে।  

অভিনেতা আরও বলেন, আমার বাবা-মায়ের সঙ্গে শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের খুব ভালো সম্পর্ক ছিল।  

কংগ্রেস ছেড়ে শিবসেনায় যোগ দিলেও নির্বাচনে লড়বেন কি না বা কোন আসন থেকে লড়বেন, সেই বিষয়ে কোনো উত্তর দেননি ‘আঁখিওসে গোলি মারে’ খ্যাত তারকা।

তবে একনাথ শিন্ডে জানিয়েছেন, কোনো শর্ত ছাড়াই গোবিন্দ শিবসেনায় যোগ দিয়েছেন।

তবে ভোটে লড়লে মুম্বাই থেকেই দাঁড়ানোর কথা গোবিন্দর। কারণ, ২০০৪ সালের লোকসভায় উত্তর মুম্বাই থেকে লড়েন তিনি।  

তখন কংগ্রেসের হয়ে বিজেপির বর্ষীয়ান নেতা রাম নায়ককে পরাজিত করেন। এরপর তিনি কংগ্রেসের থেকে মুখ ফেরান এবং ২০০৯ সালের লোকসভা নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত নেন।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৪
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।