ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

বিনোদন

শাকিব খানের জীবন কাহিনী নিয়ে অনুষ্ঠান

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, আগস্ট ৯, ২০১২
শাকিব খানের জীবন কাহিনী নিয়ে অনুষ্ঠান

ঢালিউডের এই সময়ের শীর্ষ নায়ক শাকিব খান। প্রায় তিন বছর ধরে বাংলাদেশের চলচ্চিত্রে একচেটিয়া রাজত্ব করছেন তিনি।

তবে হঠাৎ করেই আজকের অবস্থান পৌছান নি তিনি। এ জন্য দিতে হয়েছে চেষ্টা-পরিশ্রম আর ধৈর্য্যের পরীক্ষা। শাকিব খানের আত্মজীবনী নিয়ে সম্প্রতি মাছরাঙা টেলিভিশন নির্মাণ করেছে একটি বিশেষ অনুষ্ঠান।

এই সময়ের শীর্ষ চলচ্চিত্র তারকা শাকিব খানের আত্মজীবনী নিয়ে বিশেষ অনুষ্ঠানটি ‘স্টার নাইট’ শিরোনামে প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে।

এক ঘণ্টা পনের মিনিটের এ অনুষ্ঠানে শাকিব খানের সাক্ষাৎকারের মাধ্যমে উঠে আসবে তার ব্যক্তিগত ও চলচ্চিত্রজীবনের নানাদিক। জানা যাবে, তার সম্পর্কে অনেক অজানা তথ্য। সেই সাথে থাকবে তার অভিনীত জনপ্রিয় কিছু  চলচ্চিত্রের দৃশ্য ও গান।

আলোচিত উপস্থাপিকা নওশীনের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার।

বাংলাদেশ সময় ২০৪০ ঘন্টা, আগস্ট ০৯, ২০১২

সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।