ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বিনোদন

মা দিবসে মেয়েকে সামনে আনলেন পরীমণি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, মে ১২, ২০২৪
মা দিবসে মেয়েকে সামনে আনলেন পরীমণি পরীমণি

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির জীবনের নতুন খবর হল কন্যা সন্তান দত্তক নিয়েছেন তিনি। কন্যা সন্তানের মা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

তার মেয়ের নাম সাফিরা সুলতানা প্রিয়ম।

মা দিবসে (১২মে) দুই সন্তানের ভিডিও প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার এই নায়িকা।  

নয় সেকেন্ডের ভিডিও শেয়ার করে পরীমণি ক্যাপশনে লেখেন, হ্যাপি মাদার্সডে টু মি। আমার জীবনের একান্ত নিজের দুজন মানুষ। আমার বাচ্চারা তোমরা আমার চোখ জুড়ে থাকো। আমার বুক জুড়ে থাকো। আমি তোমাদের অনেক ভালোবাসি।  

ভিডিও বার্তায় দেখা গেছে পরীর ছেলে পুণ্য ছোট বোনকে আদর করছেন। যদিও মেয়ের মুখ ভালোভাবে দেখাননি পরী। বোঝাই যাচ্ছে বেশ ঘটা করেই মেয়েকে দেখাবেন এই অভিনেত্রী।

ছেলের জন্মের পর দীর্ঘদিনের কাজ থেকে বিরতিতে ছিলেন পরীমণি। গেল বছরের শেষ দিক থেকে আবারও কাজে ফিরেছেন। আর ফিরেই একের পর এক কাজ করছেন তিনি। দুই বাংলাতেই কাজের পাশাপাশি ওটিটিতেও কাজ করছেন তিনি।

বর্তমানে ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এ অভিনয় করছেন পরীমণি। এটি নির্মাণ করছেন ‘দেবী’ খ্যাত নির্মাতা অনম বিশ্বাস।  

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, মে ১২, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।