আফ্রিকার দেশ মিসরে হঠাৎ আলোচনায় ভারতীয় গায়ক অভিজিৎ ভট্টাচার্য। তবে গান দিয়ে নয়; অদ্ভুত এক কারণে মরুর দেশটিতে জনপ্রিয় হয়ে উঠেছেন এই ভারতীয় কণ্ঠশিল্পী।
দেশটির নাগরিকদের অনেকে দাবি, তাদের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারকের মুখের মিল রয়েছে অভিজিতের।
এ নিয়ে সেখানের সোশ্যাল মিডিয়ায় অভিজিৎকে নিয়ে রীতিমতো হইচই চলছে।
অনেকে সামাজিকমাধ্যমে লিখেছেন, ভারতীয় এই শিল্পী তাদের হোসনির কথা মনে করিয়ে দিচ্ছেন।
অনেকে অভিজিৎকে মিসরে ভ্রমণে নেমন্ত্রণও জানিয়েছেন।
মিসরীয়দের এই উন্মাদনা চোখে পড়েছে গায়ক অভিজিতের। ব্যাপারটা তিনি উপভোগও করছেন।
তিনি নিজেই তার ও হোসনি মুবারকের ছবি পর পর শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন।
পোস্টে অভিজিৎ লিখেছেন, আমি তো মিসরেও ট্রেন্ড করছি। তোমাদের সঙ্গে খুব শিগগিরই দেখা হবে আমার মিশরীয় ভক্তরা। আমার পরিবার ওখানে আছে।
এ বিষয়ে এক ভারতীয় গণমাধ্যমকে অভিজিৎ বলছেন, সামাজিক মাধ্যমে কমেন্টের বন্যা বয়ে গেছে। প্রথমে আমি ভেবেছিলাম আমাকে নিয়ে বোধহয় মস্করা করা হচ্ছে। কিন্তু পরে বুঝলাম এরকমটা নয়। যে পরিমাণ ভালবাসা ও সম্মান আমি আচমকাই পাচ্ছি, ক্রমশই অভিভূত হয়ে পড়ছি।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, মে ১৩, ২০২৪
এসএএইচ