ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বিনোদন

শিক্ষকের বাড়িতে মিলল উঠতি অভিনেত্রীর ঝুলন্ত দেহ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, মে ১৮, ২০২৪
শিক্ষকের বাড়িতে মিলল উঠতি অভিনেত্রীর ঝুলন্ত দেহ!

ভারতের কলকাতায় সুস্মিতা দাস নামের এক উঠতি অভিনেত্রীর মৃত্যু হয়েছে। গেল বৃহস্পতিবার হরিদেবপুরের বনমালী ব্যানার্জি রোডে সঞ্জয় নস্কর নামের এক অভিনয়ের শিক্ষকের ভাড়াবাড়ি থেকে সুস্মিতা দাসের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

অভিনেত্রীর বয়স হয়েছিল মাত্র ২১ বছর।

জানা যায়, বৃহস্পতিবার রাতে সঞ্জয় নস্কর যখন তার ভাড়াবাড়িতে আসেন, তখন অভিনেত্রীর ঝুলন্ত দেহ দেখতে পান। এরপরই পুলিশে খবর দেওয়া হয়। ইতোমধ্যেই ঘটনায় সঞ্জয় নস্করকে আটক করেছে হরিদেবপুর থানার পুলিশ।

বৃহস্পতিবার রাত ৯টা ১০ মিনিটে হরিদেবপুর থানা খবরটি পায়। তারা জানতে পারে, বনমালী ব্যানার্জি রোডে এক তরুণী গলায় গামছা দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেখানে পৌঁছে পুলিশ দেখে, বিছানার ওপর অচেতন অবস্থায় পড়ে রয়েছেন তরুণী। বাড়িটির একতলায় থাকতেন সেই তরুণী। তাকে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

তদন্ত করে পুলিশ জেনেছে, সুস্মিতা দাস পূর্ব মেদিনীপুরের আগাডোরার বাসিন্দা। অভিনয়ের সুযোগ খুঁজছিলেন তিনি। সে কারণে প্রায়ই আসতেন কলকাতায়। কলকাতায় এলে হরিদেবপুরে সঞ্জয় নস্করের বাড়িতে থাকতেন তিনি।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, এই সঞ্জয় হলেন সুস্মিতার প্রশিক্ষক। বুধবার কলকাতায় এসেছিলেন তিনি। এসে সেই সঞ্জয়ের ভাড়াবাড়িতেই উঠেছিলেন।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, সুস্মিতার দেহে কোনো আঘাতের চিহ্ন মেলেনি। শুধু গলায় গামছার ফাঁসের দাগ রয়েছে। তরুণীর পরিবারকে ফোনে বিষয়টি জানানো হয়েছে। এখন পর্যন্ত পরিবারের কেউ কোনো অভিযোগ দায়ের করেননি। তবে পুলিশ সব দিক খতিয়ে দেখছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন এলে বোঝা যাবে মৃত্যুর আসল কারণ।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, মে ১৮, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।