ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

বিনোদন

ঈদের আগে তৌসিফ-তটিনীর ঢাকা টু শ্রীমঙ্গল সফর

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, জুন ১৪, ২০২৪
ঈদের আগে তৌসিফ-তটিনীর ঢাকা টু শ্রীমঙ্গল সফর

ঈদের আগেই ঢাকা থেকে শ্রীমঙ্গল সফরে গেলেন সময়ের দুই জনপ্রিয় মুখ তৌসিফ মাহবুব ও তটিনী। সঙ্গে আরও ছিলেন কিংকর আহসান, জীবন রায়, ইরা প্রমুখ।

এই যাওয়াটা বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য হলেও মূলত সেটি নাটকের গল্পের বিয়ে। সফরটাও শুটিংয়ের সুবাদেই হলো তৌসিফ-তটিনীর। এই দুজনকে জুটি করে ঈদের বিশেষ নাটক নির্মাণ করলেন প্রবীর রায় চৌধুরী। নির্মাতার সঙ্গে এর যৌথ চিত্রনাট্য লিখেছেন অনিক ইসলাম। বিশেষ এই নাটকটির নাম ‘লাভ অ্যাঙ্গেল’।

নির্মাতা প্রবীর জানান, এটি যেমন জার্নির গল্প তেমনই বন্ধুত্ব ও প্রেমের গল্প। তৌসিফ-তটিনীসহ সবাই দারুণ অভিনয় করেছেন। আসলে এমন একটি কাজ সঠিক টিমওয়ার্ক ছাড়া হয় না। আমি সেই সমর্থন শিল্পী-কুশলীদের কাছ থেকে পেয়েছি। আশা করছি, কাজটি দেখে দর্শকরা আরাম পাবেন।  

নির্মাতা জানান, ঈদের সপ্তাহের বিশেষ আয়োজন হিসেবে ‘লাভ অ্যাঙ্গেল’ উন্মুক্ত হবে ইউটিউব চ্যানেলে।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, জুন ১৪, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।