ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

বিনোদন

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অষ্টম দিনে যা রয়েছে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অষ্টম দিনে যা রয়েছে

বিশ্বের ৭৫ দেশের ২২০টি চলচ্চিত্র নিয়ে ১১ জানুয়ারি শুরু হয়েছে ২৩ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানে উৎসবের আয়োজন করেছে রেইনবো চলচ্চিত্র সংসদ।

 

শনিবার (১৮ জানুয়ারি) উৎসবের অষ্টম দিনে রয়েছে একাধিক সিনেমার প্রদর্শনী।

এদিন জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে সকাল ১০টা ৩০ মিনিটে ওয়াইড অ্যাঙ্গেল বিভাগে প্রদর্শিত হবে চীনের সিনেমা ‘জনি কিপ ওয়াকিং’। এশিয়ান কম্পিটিশন বিভাগে দুপুর ১টায় দেখানো হবে সিঙ্গাপুরের সিনেমা ‘ড্রিমিং অ্যান্ড ডায়িং’।  

বিকাল ৩টায় বাংলাদেশ প্যানারোমা 

ফুল লেন্থ বিভাগে প্রদর্শিত হবে বাংলাদেশের সিনেমা ‘আগন্তুক’। এটি নির্মাণ করেছেন বিপ্লব সরকার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, সাহানা রহমান সুমি, রতন দেব, মাহমুদ আলম, এহান প্রমুখ। সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগে বিকাল ৫টায় দেখানো হবে ইরানের সিনেমা ‘মেবি সামহোয়ার এলস’। সন্ধ্যা ৭টায় বাংলাদেশ প্যানারোমা : ফুল লেন্থ বিভাগে প্রদর্শিত হবে বাংলাদেশের সিনেমা ‘ফাতিমা’। এটি নির্মাণ করেছেন ধ্রুব হাসান। নাম ভূমিকায় অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। এ সিনেমা দিয়েই তার ঢালিউডে অভিষেক হয়। আরও দেখা গেছে তারিক আনাম খান, ইয়াশ রোহান, সুমিত সেনগুপ্ত প্রমুখকে।

জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে সকাল ১০টা ৩০ মিনিটে ওমেন ফিল্মমেকার’স বিভাগে প্রদর্শিত হবে হাঙ্গেরির সিনেমা ‘লিটল বিউটি’ এবং আর্জেন্টিনা ও স্পেনের যৌথ প্রযোজনার সিনেমা ‘টেম্পাস ফাগিত’। দুপুর ১টায় শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম বিভাগে ব্রাজিলের সিনেমা ‘মুনস্টারস’ এবং সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগে সার্বিয়ার সিনেমা ‘দ্য আর্ল-কিং’ দেখানো হবে। ওয়াইড অ্যাঙ্গেল বিভাগে বিকাল ৩টায় প্রদর্শিত হবে চীনের সিনেমা ‘ফ্রাইডে ফানফেয়ার’।  

বিকাল ৫টায় সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগে দেখানো হবে শ্রীলঙ্কার সিনেমা ‘টিচ মি’। শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম বিভাগে সন্ধ্যা ৭টা থেকে ধারাবাহিকভাবে প্রদর্শিত হবে বাংলাদেশের সিনেমা ‘ফাউল’ (পরিচালনায় ইভান মনোয়ার), ‘লাস্ট আওয়ার’ (পরিচালনায় সন্দ্বীপ আচার্য), ‘ফরগেট মি নট’ (পরিচালনায় মোহাম্মদ রাকিবুল হাসান), ‘অস্পৃশ্য’ (পরিচালনায় আদনান বাঙালি), ‘রসের কুটুম’ (পরিচালনায় ঝুমুর আসমা জুঁই), ‘ছড়া পথের শেষে’ (পরিচালনায় মিজানুর রহমান), ‘ইন ব্লিসফুল হেল’ (পরিচালনায় তাহসিন মাহিন), ‘দ্য টেস্ট অব হানি’ (পরিচালনায় মোহাম্মদ রাকিবুল হাসান ও ফাবিহা মনির) এবং ‘গালি কথন’ (পরিচালনায় মাহমুদা আক্তার মনীষা)।

শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সকাল ১০টা ৩০ মিনিটে ওয়াইড অ্যাঙ্গেল বিভাগে প্রদর্শিত হবে চীনের সিনেমা ‘নিউ গডস : ইয়াং জিয়ান’। দুপুর ১টায় শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম বিভাগে তিউনিসিয়ার সিনেমা ‘এ মেডিটেরিয়ান ডে’ এবং সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগে পর্তুগালের সিনেমা ‘সিদাত রাবাত’ দেখানো হবে। বিকাল ৩টা ৩০ মিনিটে সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগে প্রদর্শিত হবে সৌদি আরবের সিনেমা ‘...সিগনোর’।  

বাংলাদেশ প্যানারোমা: ফুল লেন্থ বিভাগে বিকাল ৫টা ৩০ মিনিটে দেখানো হবে বাংলাদেশের সিনেমা ‘এখানে নোঙর’। এটি নির্মাণ করেছেন মেহেদী রনি। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ ও অর্চিতা স্পর্শিয়া। বিভিন্ন চরিত্রে আরও আছেন শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার, মামুনুর রশীদ, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় সকাল ১০টা ৩০ মিনিটে সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগে প্রদর্শিত হবে হাঙ্গেরির সিনেমা ‘অল অ্যাবাউট দ্য লেভকোভিচস’। একই বিভাগে দুপুর ২টা ৩০ মিনিটে দেখানো হবে ফিনল্যান্ডের সিনেমা “আন্নি’স অ্যামাজন”। বিকাল ৪টা ৩০ মিনিটে ওমেন ফিল্মমেকার’স বিভাগে প্রদর্শিত হবে ইতালি, মেক্সিকো ও স্পেনের যৌথ প্রযোজনার সিনেমা ‘হিউম্যান/অ্যানিমেল’।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।