ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঈদের দিন আবেগঘন পোস্ট জায়েদ খানের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, জুন ১৭, ২০২৪
ঈদের দিন আবেগঘন পোস্ট জায়েদ খানের

ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। কখনো ডিগবাজি দিয়ে, কখনো নারী ভক্তদের নিয়ে চর্চায় থাকেন তিনি।

তবে সম্প্রতি বিদেশ সফর নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই নায়ক।

ঈদের দিন তিনি ফিরে গেলেন মা আর বাবার কাছে। যদিও তারা কেউই জীবিত নেই। তাদের কবরের ছবি দিয়ে বেশ আবেগঘন একট পোস্ট দিলেন এই অভিনেতা।

ফেসবুকে তিনি লেখেন, সোমবার (১৭ জুন), তোমাদের ছাড়া ঈদ। তোমাদের সালাম করা ছাড়া দিন শুরু হওয়া ঈদ। তোমাদের সালামি পাওয়া ছাড়া ঈদ। তোমাদের কপালে চুমু খাওয়া ছাড়া ঈদ। এখন আর ঈদ মনে হয় না। সারা জীবন এই শূন্যতা বয়ে বেড়াতে হবে। তোমাদের অনেক মিস করতেছি আব্বা-আম্মা।

এই স্ট্যাটাসের সঙ্গে চিত্রনায়ক বাবা-মায়ের কবরের ছবিও জুড়ে দেন। সেখানে তার ভক্ত-অনুরাগীরা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন।

প্রসঙ্গত, গেল ঈদে জায়েদ খান অভিনীত ‘সোনার চর’ সিনেমা মুক্তি পায়। যা দর্শকদের মাঝে মোটামুটি সাড়া ফেলে। সব ঠিক থাকলে ঈদের পর দুবাইয়ে একটি শো করতে যাবেন এই চিত্রনায়ক। এরপর সেখান থেকে ফিরে জুলাইয়ের প্রথম সপ্তাহে যাবেন কানাডা ও যুক্তরাষ্ট্রের কয়েকটি স্টেজ শোতে পারফর্ম করতে।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, জুন ১৭, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।